কাতার বিশ্বকাপে বাঁচা-মরার লড়াইয়ে নেমেছিল আর্জেন্টিনা। মেক্সিকোর কাছে আজ হেরে গেলেই বিশ্বকাপ শেষ হয়ে যাবে মেসিদের। এমন গুরুত্বপূর্ণ ম্যাচের প্রথমার্ধ শেষ হয় গোলশূন্য অবস্থায়। তবে দ্বিতীয়ার্ধে জ্বলে উঠে ২-০ গোলের জয় তুলে নিয়েছেন মেসিরা।





বিশ্বসেরা খেলোয়াড় তো তাদেরই বলে যারা দলের প্রয়োজনে জ্বলে উঠবেন। মেসিকে কেন তর্ক সাপেক্ষে সর্বকালের সেরা ফুটবলার বলা হয় তা যেন আরো একবার প্রমাণ করলেন তিনি।
এমন কঠিন মুহূর্তে দল যখন ৬০ মিনিটেও গোল পাচ্ছিল না ঠিক তখনই যেন আলোকবর্তিকা হয়ে আর্জেন্টিনার স্বপ্নের পারদে ঢেউ লাগান মেসি। মেসি এবং এনজো ফার্নান্দেজের করা গোলেই মেক্সিকোকে ২-০ গোলের ব্যবধানে হারিয়ে বিশ্বকাপে টিকে রইল আর্জেন্টিনা।
https://twitter.com/AFCFrediNho/status/1596607695389622272?t=EAIQCasTSYRcXYKm7TQt3w&s=19