আজ বিকেলে নয়; নতুন সময়ে মেক্সিকোর বিপক্ষে মাঠে নামছে আর্জেন্টিনা

ফিফা ফুটবল বিশ্বকাপের ২২তম আসরে সৌদি আরবের কাছে হারের পর থেকেই স্নায়ুচাপে রয়েছে আর্জেন্টিনা। দেয়ালে পিঠ ঠেকে গেছে লে আলবিসেলেস্তেদের।

jwppfOn
jwppfOn
jwppfOn
jwppfOn
jwppfOn

গ্রুপ পর্বে দ্বিতীয় ম্যাচে শনিবার (২৬ নভেম্বর) দিবাগত রাত ১টায় মাঠে নামবে কোচ স্কালোনির শিষ্যরা। এ ম্যাচে তাদের প্রতিপক্ষ নর্থ আমেরিকান দল ‘মেক্সিকো’।

jwppfOn
jwppfOn
jwppfOn
jwppfOn
jwppfOn

এ ম্যাচে মাঠে নামার আগে শুক্রবার অনুশীলন করেছে আর্জেন্টিনা দল। প্রথম ম্যাচে হারের পর গুঞ্জন রয়েছে মেক্সিকোর বিপক্ষে মেসিদের দলে বড় পরিবর্তন আসছে। গত ম্যাচে রক্ষণভাগে সামলানো চারজনের তিনজনই ছিটকে যেতে পারেন এই ম্যাচের শুরুর একাদশ থেকে। এমনটাই ইঙ্গিত করেছেন আর্জেন্টাইন সাংবাদিক ‘গাস্তন এদুল’।

আর্জেন্টিনার প্রথম ম্যাচে দলে জায়গা পাওয়া নিকোলাস তাগলিয়াফিকোর এই ম্যাচে শুরুর একাদশে থাকার সম্ভাবনা কম। তার পরিবর্তে জায়গা পেতে পারেন মার্কোস আকুনা। লিসান্দ্রো মার্টিনেজ খেলতে পারেন ক্রিশ্চিয়ান রোমেরোর জায়গায়। তবে গত ম্যাচে থাকা নিকোলাস ওতামেন্দি যথারীতি শুরুর একাদশেই জায়গা পাচ্ছেন।

jwppfOn
jwppfOn
jwppfOn
jwppfOn
jwppfOn

ডিফেন্সে নাহুয়েল মলিনার জায়গায় গঞ্জালো মন্টিয়েল, মিডফিল্ডে পাপু গোমেজের জায়গায় এনজো ফার্নান্দেজ। এ ছাড়া গুইদো রদ্রিগেজ কিংবা অ্যালেক্সিস ম্যাক এলিস্টারও শুরু একাদশে চমক হিসেবেই থাকতে পারেন।

আক্রমণভাগে যথারীতি মেসির সঙ্গ দেবেন লওতারো মার্টিনেজ আর অ্যাঞ্জেল ডি মারিয়া। আর বদলি হিসেবে খেলতে পারেন জুলিয়ান আলভারেজ। গোলপোস্টে কোচের সেরা পছন্দ এমিলিয়ানো মার্টিনেজ।

আর্জেন্টিনার সম্ভাব্য একাদশ :

এমিলিয়ানো মার্টিনেজ (গোলরক্ষক), নিকোলাস ওতামেন্দি, লিসান্দ্রো মার্টিনেজ, মার্কোস আকুনা, গঞ্জালো মন্টিয়েল, রদ্রিগো ডি পল, লিয়ান্দ্রো পারেদেস, এনজো ফার্নান্দেজ, অ্যাঞ্জেল ডি মারিয়া, লিওনেল মেসি, লওতারো মার্টিনেজ।