পোল্যান্ড-মেক্সিকো আরো চাপে ফেললো আর্জেন্টিনাকে!

প্রথম ম্যাচেই সৌদির আরবের কাছে হার। যে ম্যাচটিতে হয়তো নিশ্চিত ৩ পয়েন্ট ধরেই রেখেছিল আর্জেন্টিনা। পেলো না এক পয়েন্টও। ভীষণ হতাশার শুরু আলবিসেলেস্তেদের।

jwppfOn
jwppfOn
jwppfOn
jwppfOn
jwppfOn

এর মধ্যে মঙ্গলবার রাতে ‘সি’ গ্রুপের আরেক ম্যাচে ড্র করেছে পোল্যান্ড আর মেক্সিকো। এই ড্রয়ে কি সুবিধা হলো আর্জেন্টিনার, নাকি ক্ষতি হয়ে গেলো? হিসেবটা একটু জটিল।

আর্জেন্টিনার পরের দুই ম্যাচ মেক্সিকো আর পোল্যান্ডের বিপক্ষে। লিওনেল মেসিরা যদি পরের দুই ম্যাচ জিতে যান, তবে সহজেই নকআউটে পৌঁছে যাবেন। কারণ তাদের ৬ পয়েন্ট হয়ে যাবে। সেক্ষেত্রে খুব বেশি হলে পোল্যান্ড এবং মেক্সিকোর ৪ পয়েন্ট হবে।

jwppfOn
jwppfOn
jwppfOn
jwppfOn
jwppfOn

অন্যদিকে সৌদি আরব যদি বাকি ২ ম্যাচ জেতে, আর আর্জেন্টিনাও ২ ম্যাচ জেতে, তা হলেও দ্বিতীয় দল হিসেবে নকআউটে পৌঁছে যাবে আলবিসেলেস্তেরা। মোদ্দা কথা হলো, বাকি দুই ম্যাচেই জিততে হবে আর্জেন্টিনাকে। আর কোনো ম্যাচ হারা চলবে না। এমন কী ড্র করলেও চাপ বাড়বে।

যদি দুই ম্যাচের একটিও হারে কিংবা ড্র করে, তবে নকআউটের আশা কার্যত শেষ হয়ে যাবে আর্জেন্টিনার।