প্রতিটি বিশ্বকাপ শুরুর আগেই সম্ভাব্য চ্যাম্পিয়ন দল নিয়ে জল্পনা নতুন কিছু নয়। মানুষ তো আছেই, অনেক সময় পশু-পাখি কিংবা জলজ প্রাণীকেও ভবিষ্যদ্ববানী করতে দেখা গেছে। এবার বিশ্বকাপ ভাগ্য নিয়ে কথা বললেন ‘আধুনিক জ্যোতিষী’ খ্যাত অ্যাথস স্যালোম।





সোমবার ব্রাজিলিয়ান এই জ্যোতিষী দাবি করলেন, এবারের কাতার বিশ্বকাপের শিরোপা জিততে পারবেন না নেইমার-সিলভারা। এমনকি লিওনেল মেসির হাতেও ট্রফি দেখছেন না তিনি। তবে ল্যাটিন দুই দেশের ফাইনালে ওঠার সম্ভাবনা একেবারে উড়িয়ে দিচ্ছেন না তিনি। ফাইনালে উঠতে পারে এমন পাঁচটি দলের ভবিষ্যত জানালেন ৩৬ বছর বয়সী এই জ্যোতিষী।





স্যালোমের মতে, এবারের বিশ্বকাপে ফাইনালের টিকিট পেতে পারে আর্জেন্টিনা, ব্রাজিল, বেলজিয়াম, ফ্রান্স এবং ইংল্যান্ড। ১৮ ডিসেম্বর শিরোপা নির্ধারণী ম্যাচে লিওনেল মেসির আর্জেন্টিনা ও কিলিয়ান এমবাপ্পের ফ্রান্সের লড়াইয়ের বেশি সম্ভাবনা দেখছেন এই ব্রাজিলিয়ান। তার মতে শিরোপা জিতবে ফ্রান্স।





স্যালমের এই ভবিষ্যদ্বানী কতটা বাস্তবসম্মত এটাও বড় প্রশ্ন। কারণ এবারের আসরে হট ফেভারিটের তালিকায় আছে আর্জেন্টিনা ও ব্রাজিল। আর যে দলটিকে তিনি সম্ভাব্য শিরোপাজয়ী হিসেবে ভাবছেন তাদের বর্তমান অবস্থা বেশ নাজুক। চোট নিয়ে দলটির বেশ কয়েকজন তারকা ছিটকে গেছেন বিশ্বকাপ থেকে।
যদিও ফ্রান্স দল এখনও শক্তিশালী। দলটিতে আছেন আগের বিশ্বকাপজয়ী অনেকেই। যারা এখন আরও বেশি পরিণত। কিন্তু শিরোপা অর্জনের চেয়ে ধরে রাখাটাই যে বেশি কঠিন। তা ছাড়া গত কয়েকটি বিশ্বকাপে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা বিদায় নিয়েছে গ্রুপপর্বের শুরুতেই।





তাই চোটজর্জর ফ্রান্সকে নিয়েও আশঙ্কা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। স্যালোমের অনুমানই বা ফেলে দেওয়া যায় কী করে! ভবিষ্যত নিয়ে তার বেশকিছু কথা বাস্তবেও যে ফলেছে! এই যেমন ইউক্রেন-রাশিয়া যুদ্ধের অগ্রিম বার্তাটা তিনি দিয়েছিলেন এবং শেষ পর্যন্ত সেটাই হয়েছে।
প্রয়াত ব্রিটেনের রানী এলিজাবেথ যে এ বছরই মারা যাবেন সেটা ২০২১ সালে বলেছিলেন ব্রাজিলিয়ান জ্যোতির্বিদ। এর আগে করোনাভাইরাস নিয়ে আশঙ্কার কথা শুনিয়েছিলেন তিনি। ২০২০ সালের শেষ দিকে তিনি জানান, খুব দ্রুতই বিশ্বজুড়ে মহামারি ভাইরাসটি উদ্বেগজনক হারে ছড়িয়ে পড়বে। এবারের বিশ্বকাপেও বহু লোক কোভিড পজিটিভ হবেন বলে বার্তা দিয়ে রাখলেন স্যালোম।