আগামী মাসেই ওয়ানডে ও টেস্ট সিরিজ খেলতে বাংলাদেশে আসছে ভারত। আসন্ন এই সিরিজকে সামনে রেখেই আগেই সূচি চূড়ান্ত করেছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।





যদিও সিরিজ শুরুর আগে সূচিতে আংশিক পরিবর্তন আনা হয়েছে। সিরিজের তৃতীয় ওয়ানডেটি ঢাকায় অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও ম্যাচটি হবে চট্টগ্রামে। বাকি সূচি আগের মতোই রয়েছে।





২০১৫ সালে সর্বশেষ ভারতের বিপক্ষে ওয়ানডে সিরিজ খেলেছিল বাংলাদেশ। সিরিজে বাংলাদেশ জয় পেয়েছিল ২-১ ব্যবধানে। এবারও সেই স্মৃতির পুনরাবৃত্তি করতে চাইবে।
একই বছর সর্বশেষ বাংলাদেশের মাটিতে টেস্ট খেলেছিল ভারত। একমাত্র সাদা পোশাকের ম্যাচটি বৃষ্টির বাগড়ায় ড্র হয়েছিল। বাংলাদেশ-ভারতের এবারের সিরিজটি টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ।





সিরিজের সূচি-
৪ ডিসেম্বর – প্রথম ওয়ানডে- মিরপুর
৭ ডিসেম্বর – দ্বিতীয় ওয়ানডে – মিরপুর
১০ ডিসেম্বর – তৃতীয় ওয়ানডে – চট্টগ্রাম
১৪-১৮ ডিসেম্বর – প্রথম টেস্ট – চট্টগ্রাম
২২-২৬ ডিসেম্বর – দ্বিতীয় টেস্ট – ঢাকা