অবশেষে তামিম ইকবালের বিকল্প ওপেনার খুজে পেল বিসিবি!

প্রতিভা থাকলে বয়স কোনো বাধা হয়ে দাঁড়াতে পারে না তা দেখিয়ে দিলেন রংপুরের ক্রিকেটার আব্দুল্লাহ মামুন। ১৮ বছর ৩৩৬ দিনে ওপেনার এ ব্যাটসম্যান প্রথম শ্রেণির ক্রিকেটে ডাবল সেঞ্চুরি হাঁকিয়েছেন। সর্বকনিষ্ঠ ক্রিকেটার হিসেবে ডাবল

jwppfOn
jwppfOn
jwppfOn
jwppfOn
jwppfOn

সেঞ্চুরি পেয়েছেন যুব ক্রিকেটার। চলতি জাতীয় লিগে যা প্রথম ডাবল সেঞ্চুরি। সিলেট বিভাগের বিপক্ষে ৩৬৪ বলে ২১০ রান করেন আব্দুল্লাহ। বাউন্ডারির ফুলঝুরি ছিল তার ইনিংসে। ১৬টি চারের সঙ্গে ১৩টি ছক্কা হাঁকান বাঁহাতি ব্যাটসম্যান।

jwppfOn
jwppfOn
jwppfOn
jwppfOn
jwppfOn

সিলেটে প্রথম দুই দিনের খেলা বৃষ্টিতে ভেস্তে যাওয়ার পর মাঠে নামে দুই দল। এরপর চলে আব্দুল্লাহর ব্যাটিং ঝলক। তার ডাবল সেঞ্চুরিতে রংপুর ৭ উইকেটে ৪০৫ রানে ইনিংস ঘোষণা করে। নাঈম ইসলামের ব্যাট থেকে আসে ৬৫ রান। জবাবে

jwppfOn
jwppfOn
jwppfOn
jwppfOn
jwppfOn

ওপেনার তৌফিক খানের ৯২ রানের ইনিংসে ভর করে সিলেট ভালো জবাব দিচ্ছিল। ২ উইকেটে ১১৯ রান তুলে নেয়। এরপর দুই দল ড্র মেনে নেয়। ড্র হয়েছে চট্টগ্রাম ও ঢাকা এবং খুলনা ও রাজশাহী বিভাগের ম্যাচ। তৃতীয় রাউন্ডের খেলায়

কেবল একটি ম্যাচে ফল বের হয়েছে। বরিশাল বিভাগ টানা দ্বিতীয় জয় পেয়েছে। এবার তারা হারিয়েছে ঢাকা মেট্রোকে। তিন ম্যাচে ১৯ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্তরে তারা শীর্ষে রয়েছে। প্রথম স্তরে সমান ১৯ পয়েন্ট নিয়ে শীর্ষে অবস্থান করছে সিলেট।