আসছে বছরের শুরুতে নবমবারের মতো মাঠে গড়াবে বাংলাদেশের ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট লিগ বিপিএল। ৫ জানুয়ারি থেকে মাঠে গড়াবে বিপিএলের নতুন আসর। টুর্নামেন্ট শুরুর বেশ আগে থেকেই অবশ্য বিপিএলের ফ্র্যাঞ্চাইজিগুলো নিজেদের দল গোছাতে শুরু করেছে।





ইতোমধ্যে ২০২২ সালের নভেম্বরের মাঝামাঝিতেই বিপিএলের সাত দলের নাম প্রকাশ করেছে টুর্নামেন্টের গভর্নিং কমিটি। যদিও ঢাকা দলের পূর্ণ নাম এখনও দেওয়া হয়নি। কেবল দল নয়, সেই সাত দলের জন্য সাতজন আইকন ক্রিকেটারের নামও প্রকাশ করেছে বিপিএলের আয়োজক কমিটি। যারা সরাসরি লোকাল সাইনিংয়ের মাধ্যমে দলের সঙ্গে যুক্ত হয়েছেন।





এবারের আসরে সাতজন সরাসরি চুক্তি করা ক্রিকেটার হচ্ছেন আফিফ হোসেন, মাশরাফী বিন মোর্ত্তজা, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, সাকিব আল হাসান, তামিম ইকবাল খান এবং কাজী নুরুল হাসান সোহান। গত আসরেও আইকন ক্রিকেটার হিসেবে থাকা মাহমুদউল্লাহ রিয়াদ ও মুশফিকুর রহিম এই তালিকা থেকে বাদ গেছেন।





বয়সের হিসাবে মাশরাফী ছিলেন পঞ্চপান্ডবের সবচেয়ে সিনিয়র। এখন আর আন্তর্জাতিক ক্রিকেট খেলছেন না তিনি। তবুও বিপিএলের আসরে চাহিদার তুঙ্গে আছেন তিনি। অন্যদিকে টি-টোয়েন্টি ক্রিকেট থেকে অবসর নেওয়া মুশফিকুর রহিম এবং প্রায় ব্রাত্য হয়ে পড়া মাহমুদউল্লাহ রিয়াদের বিপিএলের আসরে চাহিদা কমে গেছে। যার ফলে এবার ছিটকে গেলেন সরাসরি চুক্তি থেকে। অন্যদিকে টি-টোয়েন্টি থেকে অবসর নেওয়া সত্ত্বেও তামিমের চাহিদাও এখন তুঙ্গে। সাকিব তো বরাবরই বাংলাদেশ ক্রিকেটের সবক্ষেত্রেই চাহিদার শীর্ষেই থাকেন, আছেনও।





এবারের আসরে সাতটি দল এবং সরাসরি চুক্তি করা ক্রিকেটারের তালিকা নিচে দেওয়া হলো
দলের নাম
সরাসরি চুক্তিতে দল পাওয়া ক্রিকেটার
চট্টগ্রাম চ্যালেঞ্জার্স
আফিফ হোসেন
সিলেট স্ট্রাইকার্স
মাশরাফী বিন মোর্ত্তজা
কুমিল্লা ভিক্টোরিয়ানস
মুস্তাফিজুর রহমান
ঢাকা
তাসকিন আহমেদ
ফরচুন বরিশাল
সাকিব আল হাসান
খুলনা টাইগার্স
তামিম ইকবাল খান
রংপুর রাইডার্স
কাজী নুরুল হাসান সোহান