ব্রেকিং নিউজঃ বিশ্বকাপে জিতবে কে, প্রেডিকশন করছে ‘বাজপাখি

‘পল দ্য অক্টোপাস’, ২০০৮ ইউরো থেকে শুরু করে ২০১০ ফুটবল বিশ্বকাপের সময়ে প্রায় নির্ভুল প্রেডিকশন করে বেশ তাক লাগিয়ে দিয়েছিল। ২০০৮ সালের ইউরোতে কিছু প্রেডিকশনে ভুল থাকলেও ২০১০ বিশ্বকাপে কোনো ভুল করেনি এই তারকা অক্টোপাস।

jwppfOn
jwppfOn
jwppfOn
jwppfOn
jwppfOn

ফুটবল বিশ্বকাপ এলেই প্রাণিদের দিয়ে প্রেডিকশনের এই চল বেশ জনপ্রিয়ও হয়ে ওঠেছিল ‘পল দ্য অক্টোপাস’-এর সেই ভবিষ্যদ্বাণীর পর থেকে। এরপর হাতি থেকে শুরু করে জলহস্তি এমনকি ২০১৮ সালে আবারও ফিরিয়ে আনা হয় আরেকটি অক্টোপাসকে।

jwppfOn
jwppfOn
jwppfOn
jwppfOn
jwppfOn

আসন্ন কাতার বিশ্বকাপের আগে আবারও বেশ ভালোভাবে জনপ্রিয় হয়ে উঠেছে সেই ভবিষ্যদ্বাণীর চিত্র। এবার অবশ্য কোন দল জয়ী হবে সেই প্রেডিকশনের জন্য বেছে নেওয়া হয়েছে বাজপাখিকে। কাতারের বিশ্বকাপের আগে আন্তর্জাতিক এক গণমাধ্যমে তেমনই ভিডিও সামনে এসেছে।

jwppfOn
jwppfOn
jwppfOn
jwppfOn
jwppfOn

যেখানে দেখা গেছে, এক আরবীয় শেখ মরুভূমির বুকে তার পোষা বাজপাখিকে নিয়ে বিশ্বকাপের মঞ্চে জয়ী দলের জন্য প্রেডিকশন করছেন। দুটি ভিন্ন ড্রোনে মুখোমুখি হওয়া দুই দলের পতাকা উড়িয়ে দেন তিনি। এরপর নিজের সেই বাজপাখিকে উড়িয়ে দেওয়ার সময় বলেন, ‘জয়ী দল পাইয়ে দাও’।

বাজপাখি আকাশে উড়াল দিয়ে সেই দুই পতাকার একটিকে বেছে নিয়ে আসে। কাতার বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে এবার মুখোমুখি হচ্ছে স্বাগতিক কাতার এবং ইকুয়েডর। সেই আরবীয় শেখ এই দুই দলের মধ্যে জয়ী দল কে, জানতে উড়িয়ে দেন নিজের বাজপাখিকে। পাখিটি উড়ে গিয়ে উড়ন্ত ইকুয়েডরের পতাকা নিয়ে আসে।