আইপিএল নিলামে সাকিবকে কিনবে কলকাতা; বিপাকে শাহ্রুখের কলকাতা

একসঙ্গে ১৬ ক্রিকেটারকে ছেড়ে দেওয়ার পর আর মাত্র ১১ ক্রিকেটারকে দলে নেওয়ার সুযোগ আছে কলকাতার, অথচ হাতে টাকা আছে অল্প ক’টা টাকা।

ঢাকঢোল পিটিয়ে মেগা নিলামে কি দারুণ এক দলই না সাজিয়েছিল কলকাতা নাইট রাইডার্স। অথচ এক বছর যেতে না যেতেই সেই দৃঢ়তা যেন হুড়মুড় করে ভেঙে পড়ল। এখন অবস্থা এমন, নাইটরা চাহিদা মিটিয়ে খেলোয়াড় দলে ভেড়াতে পারবে কি না তা নিয়েই আছে সংশয়। একসঙ্গে ১৬ ক্রিকেটারকে ছেড়ে দেওয়ার পর আর মাত্র ১১ ক্রিকেটারকে দলে নেওয়ার সুযোগ আছে কলকাতার, অথচ হাতে টাকা আছে অল্প ক’টা টাকা।

আইপিএলের পরবর্তী আসরের আগে ছোটোখাটো একটি নিলাম হবে, যেখানে কয়েকজন ক্রিকেটারকে দলে ভেড়ানোর সুযোগ পাবে ফ্র্যাঞ্চাইজিরা। তার আগে কাদের দলে ধরে রাখা হবে আর কাদের ছেড়ে দেওয়া হবে সেই তালিকা জমা দিতে হয় নির্দিষ্ট সময়ের মধ্যে। সেই নির্দিষ্ট সময় পর দেখা যাচ্ছে, কলকাতার দলে নেই গত আসরের ১৬ জন ক্রিকেটার!

কলকাতা এবার নিলামের জন্য ছেড়ে দিয়েছে আমান খান, শিভম মাভি, অভিজিৎ তোমর, অশোক শর্মা, প্রথম সিং, রমেশ কুমার, রাসিখ সালামের মতো ক্রিকেটারদের। এমনকি আফগানিস্তানের সদ্য সাবেক অধিনায়ক মোহাম্মদ নবীকেও ছেড়ে দেওয়া হয়েছে। এছাড়া শ্রীলঙ্কার চামিকা করুনারত্নে, ভারতের আজিঙ্কা রাহানের পাশাপাশি দুই উইকেটরক্ষক ব্যাটার বাবা অপরাজিত ও শেলডন জ্যাকসনকেও শেষ মুহূর্তে এসে ছেড়ে দিয়েছে। অ্যারন ফিঞ্চের মতো ক্রিকেটারও জায়গা ধরে রাখতে পারেননি। আর প্যাট কামিন্স, অ্যালেক্স হেলস, স্যাম বিলিংসের মতো ক্রিকেটার সরে দাঁড়িয়েছেন স্বেচ্ছায়।

সব মিলিয়ে একে একে ১৬ জন ক্রিকেটার দলছুট হয়েছেন কলকাতা থেকে। এই মুহূর্তে স্কোয়াডে আছেন ১৪ জন ক্রিকেটার। কেনা যাবে ১১ জন ক্রিকেটার। কিন্তু হাতে আছে মাত্র ৭ কোটি ৫ লাখ টাকা। এই টাকা দিয়ে ১১ জন ক্রিকেটার কেনা কঠিন। দলটিকে তাই নিলামে এমন ক্রিকেটারদের দিকে হাত বাড়াতে হবে, যাদের মোটামুটি পুরো আসরেই পাওয়া যাবে। তবে তাদের ওপর যদি অন্য দলের চোখ থাকে, তাহলে বাগিয়ে নেওয়া দুঃসাধ্যই হবে।

তবে দলের যে অবস্থা, তাতে কয়েকজন বড় ক্রিকেটারকে দরকার। আবার বড় তারকা ২-৩ জনকে কিনলেই হয়ত ফুরিয়ে যাবে কলকাতার ভাণ্ডার! কেকেআরকে তাই এখন পা ফেলতে হবে খুব হিসেব করে। শেষপর্যন্ত শাহরুখ খানের দলের স্কোয়াডের চেহারা কেমন দাঁড়ায়, তা দেখতে অপেক্ষা নিলাম পর্যন্ত।

You May Also Like