
পাকিস্তানকে টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে তুলেও যেন মন রক্ষা করতে পারছেন না অধিনায়ক বাবর আজম। বাবরের নেতৃত্বে নাখোশ সমর্থক থেকে শুরু করে ক্রিকেট বোদ্ধা সবাই। বিশ্বকাপ চলাকালেই অনেকে বাবরের অধিনায়কত্ব নিয়ে অসন্তোষ প্রকাশ করেছিলেন। সেই ধারাবাহিকতায় এবার বাবরের ‘নেতৃত্ব-ছাড় আন্দোলনে’ যোগ দিলেন পাকিস্তানের সাবেক অধিনায়ক ও কিংবদন্তি ক্রিকেটার শহীদ আফ্রিদি।





বর্তমানে টেস্ট, ওয়ানডে ও টি-টোয়েন্টি তিন ফরম্যাটেই পাকিস্তানকে নেতৃত্ব দিচ্ছেন বাবর। আফ্রিদির অবশ্য টেস্ট ও ওয়ানডে নিয়ে কোনো আপত্তি নেই। তবে টি-টোয়েন্টিতে বাবরকে আর অধিনায়ক হিসেবে দেখতে চান না আফ্রিদি।





বেশ কিছু দিন ধরে বাবর ফর্মে নেই। নেতৃত্ব ছাড়লে টি-টোয়েন্টিতে চেনা ছন্দে ধরা দেবেন তিনি, আফ্রিদি এমন প্রত্যাশা ব্যক্ত করে বলেন, ‘আমার মনে হয়ে বাবরের অধিনায়কত্ব নিয়ে সিদ্ধান্ত নেওয়া উচিৎ। ওর উচিৎ টি-টোয়েন্টি দলের অধিনায়কত্ব ছেড়ে দেওয়া। তাহলে শুধুমাত্র নিজের ব্যাটিংয়ে মনোযোগ দিতে পারবে। সেই সাথে একদিনের ক্রিকেট ও টেস্টে দলের অধিনায়কত্ব চালিয়ে যেতে পারবে।’





শাদাব খান, মোহাম্মদ রিজওয়ান, শান মাসুদদের ওপর ভরসা রেখে আফ্রিদি আরও বলেন, ‘আমাদের কাছে তো অধিনায়ক হওয়ার মতো ক্রিকেটার আছে। শাদাব খান আছে, মোহাম্মদ রিজওয়ান আছে, এমনকি শান মাসুদও আমাদের টি-টোয়েন্টি দলকে নেতৃত্ব দিতে পারে।’
টি-টোয়েন্টির অধিনায়কত্বে বাবর পটু নন, এমন দাবি অনেকেরই। পাকিস্তান সুপার লিগের (পিএসএল) গত মৌসুমে করাচি কিংসকে নেতৃত্ব দিয়ে ভুলে যাওয়ার মতো কিছু স্মৃতি কুড়িয়েছিলেন। এবার তাই করাচি বাবরকে ধরে রাখেনি। নতুন ঠিকানা হয়েছে পেশোয়ার জালমি।





আফ্রিদি পেশোয়ারকে সতর্ক করে দিয়েছেন, বাবরকে নেতৃত্ব না দিয়ে অন্য কাউকে অধিনায়ক করলেই দলের ভালো হবে। তিনি বলেন, ‘করাচিতেও বাবরের অধিনায়কত্ব করতে সমস্যা হচ্ছিল। সে কারণেই ও দল ছাড়ল। আমার মনে হয়, পেশোয়ারে গিয়েও ওর উচিৎ সাধারণ একজন ব্যাটার হিসেবে খেলা। অধিনায়কত্বের চাপ নেওয়া উচিৎ হবে না।’
বাংলাদেশের ক্রিকেটসহ আন্তর্জাতিক ক্রিকেটের সব ধরনের খবর সবার আগে পেতে এখানে ক্লিক করে সাবস্ক্রাইব করুন BDCricTime Videos চ্যানেলটি।