ব্রেকিং নিউজঃ বিশ্বকাপ অনিশ্চিত হয়ে গেল এই জনপ্রিয় ফুটবলারের!

অসুস্থতার কারণে প্রীতি ম্যাচে ছিলেন না ক্রিশ্চিয়ানো রোনালদো। ম্যানচেস্টার ইউনাইটেড সতীর্থের শূন্যতা ঢেকে দিলেন ব্রুনো ফার্নান্দেজ। এ মিডফিল্ডারের জোড়া গোলে নাইজেরিয়াকে ৪-০ ব্যবধানে হারিয়ে বিশ্বকাপের আগে ভালোই গা গরম করে নিল পর্তুগাল।

jwppfOn
jwppfOn
jwppfOn
jwppfOn
jwppfOn

কিক-অফের পর নবম মিনিটে ম্যানইউ তারকার গোলে এগিয়ে যায় পর্তুগিজরা। ক্লাব সতীর্থ দিয়েগো দালোতের কাটব্যাক থেকে প্রথম গোল করেন ফার্নান্দেজ। ৩৫ মিনিটে পেনাল্টি থেকে ব্যবধান দ্বিগুণ করেন সেই ফার্নান্দেজই। ২ গোলের লিড ধরে রেখে মাঝ বিরতিতে যায় ফার্নান্দো সান্তোসের দল। বিরতির পর গঞ্জালো র‌্যামোস ও জোয়াও মারিও বাকি ২ গোল করেন।

jwppfOn
jwppfOn
jwppfOn
jwppfOn
jwppfOn

বিশ্বকাপ শুরুর আগে পর্তুগাল বস ফার্নান্দো সান্তোস ক্রিশ্চিয়ানো রোনালদোকে খেলানোর বিষয়ে নিশ্চয়তা দিতে পারেননি। কাতার আসরে রোনালদোকে খেলাবেন কি না?— এ প্রশ্নের উত্তরে সান্তোস বলেছেন, ‘এখানে কোনো বিষয়ে বাধ্য করার কেউ নেই।’

jwppfOn
jwppfOn
jwppfOn
jwppfOn
jwppfOn

এরপর প্রশ্নকর্তাকে পর্তুগাল কোচ বলেন, ‘আপনার প্রশ্নটা হওয়া উচিত ছিল—সাম্প্রতিক সময়ে মাঠে রোনালদো যা করেছেন, তাতে কি আপনি এ ফুটবলারকে একাদশে রাখবেন?’ সান্তোস আরও বলেন, ‘কেবল ক্রিশ্চিয়ানো রোনালদো নয়, স্কোয়াডে থাকা সবার জন্য সমান সুযোগ থাকছে।’

jwppfOn
jwppfOn
jwppfOn
jwppfOn
jwppfOn

চলতি মৌসুমে ক্লাব ফুটবলে সব প্রতিযোগিতায় মাত্র ৩ গোল করেছেন সিআর সেভেন। নিয়মিত খেলার সুযোগ না পেয়ে মাঠের বাইরে একের পর এক ঘটনার জন্ম দিয়ে যাচ্ছেন এ সুপারস্টার।

সর্বশেষ এক ইন্টারভিউয়ে ম্যানচেস্টার ইউনাইটেড ও দলটির কোচকে একহাত নিয়েছেন এ ফরোয়ার্ড। ক্লাব কর্তৃপক্ষ অবশ্য এ ফুটবলারের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের ইঙ্গিত দিয়েছে।

বৃহস্পতিবার রাতে প্রীতি ম্যাচে ইসরায়েল ৪-২ গোলে জাম্বিয়াকে, দক্ষিণ আফ্রিকা ২-১ গোলে মোজাম্বিককে, নরওয়ে ২-১ গোলে আয়ারল্যান্ডকে হারিয়েছে। লুক্সেমবার্গ ২-২ গোলে হাঙ্গেরির সঙ্গে, সেন্ট লুসিয়া ১-১ গোলে স্যানমারিনোর সঙ্গে, ক্যামেরুন ১-১ গোলে পানামার সঙ্গে ড্র করেছে।