৫ গোলে জয় পেল আর্জেন্টিনা

বিশ্বকাপ মিশনের আগে নিজেদের ঝালিয়ে নিতে বুধবার সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে মাঠে নেমেছে আর্জেন্টিনা। ম্যাচের প্রথমার্ধেই আরব দেশটির জালে এক হালি গোল দিয়েছে লিওনেল মেসির দল।

আবুধাবির মোহাম্মদ বিন জায়েদ স্টেডিয়ামে ম্যাচের শুরু থেকেই শক্তিশালী দল খেলিয়েছে আর্জেন্টিনা। ইনজুরি কাটিয়ে এ ম্যাচে দলে ফিরেছেন ডি মারিয়া। শুরু থেকেই মাঠে ছিলেন মেসিও। তবে শুরুর দিকটায় আক্রমণে তেমন দ্যুতি ছড়াতে পারছিল না আলবিসেলেস্তিরা।

হাফ টাইমের পর ১ গোল পায় আর্জেন্টিনা।