২০২১ সালের আইপিএলের চতুর্থ ম্যাচে আজ পাঞ্জাব কিংসের মুখোমুখি হতে চলেছে টাইগার পেসার মোস্তাফিজের রাজস্থান রয়্যালস। বাংলাদেশ সময় রাত আটটায় ম্যাচটি শুরু হবে মুম্বাইয়ে।




গতকাল কলকাতা নাইট রাইডার্সের প্রথম ম্যাচেই সাকিব আল হাসান মাঠে নেমেছেন; রাজস্থান রয়্যালসের হয়ে খেলা মোস্তাফিজুর রহমানের ভাগ্যেও কী তাই ঘটবে? তবে এমনটা হচ্ছে না। ‘প্রথম অনুশীলনের জন্য সবকিছু প্রস্তুত’- গতকাল ফেসবুকে মোস্তাফিজুর রহমানের এমন স্ট্যাটাসে বোঝা যায় তাকে দেখা যাবে না রাজস্থানের প্রথম ম্যাচে।




আইপিএলে এখনও পর্যন্ত ২১ বার মুখোমুখি হয়েছে দুই দল। ১২ বার জিতেছে রাজস্থান রয়্যালস। ৯ জিতেছে পাঞ্জাব কিংস কিংস ইলেভেন পাঞ্জাব)। অর্থাৎ এ লড়াই কেএল রাহুল শিবিরের পাল্লা ভারী।




এছাড়া ২০২০ সালের আইপিএলের দুটি লিগ পর্বের ম্যাচে মুখোমুখি হয়েছিল দুই দল। প্রথম ম্যাচ ৪ উইকেটে জিতেছিল রাজস্থান রয়্যালস। দ্বিতীয় ম্যাচেও দাপট অব্যাহত থাকে রাজস্থান রয়্যালসের। ৭ উইকেটে ওই ম্যাচ হেরে গিয়েছিল পাঞ্জাব।




পাঞ্জাবের সম্ভাব্য একাদশ: লোকেশ রাহুল (অধিনায়ক),মায়াঙ্ক আগারওয়াল, ক্রিস গেইল/ডেভিড মালান, প্রাভসিমরান সিং, নিকোলাস পুরান, শাহরুখ খান, দিপক হুদা, জেই রিচার্ডসন, রাইলে মেরিডিথ, মোহাম্মদ সামি ও রবি বিষ্ণয়।