আইপিএল ২০২৩ এর জন্য শক্তিশালী দল ঘোষণা করলো কলকাতা

আইপিএল (ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ) এর আসন্ন আসরের জন্য ধরে রাখা ক্রিকেটারদের নাম জানানোর দিন ছিল ১৫ নভেম্বর। ২০২৩ মৌসুমের আগে ২৩ ডিসেম্বর কোচিতে হবে নিলাম, যেখানে আরও ক্রিকেটার নেবার সুযোগ পাবে ফ্র্যাঞ্চাইজিগুলো। সেই নিলামের আগে বেশ শক্ত স্কোয়াডই আছে কোলকাতা নাইট রাইডার্সের।

jwppfOn
jwppfOn
jwppfOn
jwppfOn
jwppfOn

১৫ জন ক্রিকেটারকে ছেড়ে দিয়েছে শাহরুখ খানের মালিকানাধীন দলটি। ১১ জনকে ধরে রাখার পাশাপাশি ৩ জনকে নিয়েছে ট্রেডিংয়ের মাধ্যমে।

দুই বারের শিরোপা জয়ী দল কোলকাতা নাইট রাইডার্স ছেড়ে দিয়েছে অ্যারন ফিঞ্চ, আজিঙ্কা রাহানে, মোহাম্মদ নবিদের মত ক্রিকেটারদের।

jwppfOn
jwppfOn
jwppfOn
jwppfOn
jwppfOn

অ্যালেক্স হেলস, প্যাট কামিন্স, স্যাম বিলিংসদের অবশ্য ছাড়তে হয়েছে তারা আইপিএল থেকে নিজেদের গুটিয়ে নিয়েছে বলে।

কোলকাতা নাইট রাইডার্সের ঘরের ক্রিকেটার হয়ে যাওয়া আন্দ্রে রাসেল, সুনীল নারাইনদের ধরে রেখেছে কোলকাতা।

ট্রেডিংয়ের মাধ্যমে গুজরাট টাইটান্স থেকে রহমানউল্লাহ গুরবাজ ও লকি ফার্গুসনকে দলে নিয়েছে কোলকাতা। দিল্লি ক্যাপিটালস থেকে শারদুল ঠাকুরকেও দলে ভিড়িয়েছে তারা।

ট্রেডিং ও রিটেনশন শেষে কোলকাতা নাইট রাইডার্সের স্কোয়াড-

jwppfOn
jwppfOn
jwppfOn
jwppfOn
jwppfOn

আন্দ্রে রাসেল, অনুকুল রয়, হারশিত রানা, লকি ফার্গুসন, নিতিশ রানা, রহমানউল্লাহ গুরবাজ, রিংকু সিং, শারদুল ঠাকুর, শ্রেয়াস আইয়ার, সুনীল নারাইন, টিম সাউদি, উমেশ যাদব, বরুণ চক্রবর্তী, ভেঙ্কটেশ আইয়ার।

রিলিজড ক্রিকেটার- অ্যারন ফিঞ্চ, অভিজিত তোমার, আজিঙ্কা রাহানে, অ্যালেক্স হেলস, অশোক শর্মা, বাবা ইন্দ্রজিত, চামিকা করুনারত্নে, মোহাম্মদ নবি, প্যাট কামিন্স, প্রথম সিং, রমেশ কুমার, রাশিখ দার, স্যাম বিলিংস, শেলডন জ্যাকসন, শিবাম মাভি।