আইপিএল ২০২২ (IPL 2022) মরশুমটি একটি মহৎ ব্যাপার হয়ে উঠবে, কারণ ২টি নতুন টিম এতে যোগ দেবে৷ সেইসঙ্গে ভারতীয় টি-২০ লিগের ১৫ তম সংস্করণের আগে মেগা নিলামও অনুষ্ঠিত হবে৷ ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (BCCI) নিশ্চিত করেছে যে প্রতিটি আইপিএল ফ্র্যাঞ্চাইজি তাদের স্কোয়াডে সর্বোচ্চ ৪ জন খেলোয়াড়কে মেগা নিলামের আগে রাখার অনুমতি দেবে।





২০২১ সালের আইপিএল সংস্করণের রানার্স আপ কাদের ধরে রাখতে চলেছে? দুইবারের আইপিএল চ্যাম্পিয়ন, কলকাতা নাইট রাইডার্স তরুণ স্কোয়াড নিয়ে তাদের দক্ষতা প্রমাণ করেছে। কিন্তু তারা ২০২২ সালের আইপিএল মরশুমের জন্য মাত্র চারজন খেলোয়াড় বেছে নিয়েছে।





ধরে রাখা খেলোয়াড়: আন্দ্রে রাসেল (১২ কোটি), বরুণ চক্রবর্তী (৮ কোটি), ভেঙ্কটেশ আইয়ার (৮ কোটি), সুনীল নারিন (৬ কোটি)
মুক্তি পাওয়া খেলোয়াড়: শুভমান গিল, রাহুল ত্রিপাঠি, ইয়ন মরগান, করুণ নায়ার, নীতীশ রানা, গুরকিরাত সিং মান, সাকিব আল হাসান, বেন কাটিং, পবন নেগি, শিবম মাভি, দিনেশ কার্তিক, শেলডন জ্যাকসন, টিম সেফার্ট, হরভজন সিং, কমলেশ নগরকোটি, কুলদীপ যাদব, লকি ফার্গুসন, প্রসিধ কৃষ্ণা, সন্দীপ ওয়ারিয়ার, টিম সাউদি, বৈভব অরোরা।
পার্স বাকি: ৪৮ কোটি টাকা।