ব্রেকিং নিউজঃ খুলনার হয়ে বিপিএল মাতাবেন তামিম ইকবাল

এবার আগামী ৫ জানুয়ারি থেকে শুরু হচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ। যেখানে দল গোছাতে শুরু করে দিয়েছে ফ্র্যাঞ্চাইজিগুলো। এবারের বিপিএলের আসরে খুলনা টাইগার্স দলে খেলবেন বাংলাদেশ ওয়ানডে দলের অধিনায়ক তামিম ইকবাল।

jwppfOn
jwppfOn
jwppfOn
jwppfOn
jwppfOn

এদিকে টি-টোয়েন্টি ক্রিকেট থেকে অবসর নিলেও তামিম ইকবালকে দলের আইকন ক্রিকেটার হিসেবেই ঘোষণা করেছে খুলনা। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি ভিডিও পোস্ট করে তামিমকে নেওয়ার বিষয়টি নিশ্চিত করেছে খুলনা।

jwppfOn
jwppfOn
jwppfOn
jwppfOn
jwppfOn

এরই মধ্যেই বিপিএলের দল গোছাতে ব্যস্ত হয়ে পড়েছে সিলেট স্ট্রাইকার্স, রংপুর রাইডার্স, কুমিল্লা ভিক্টোরিয়াস। এরই মধ্যেই এই তিন দল একাধিক তারকা বিদেশী ক্রিকেটারদেরকে দলে বেরিয়েছে। সিলেট স্ট্রাইকার্স মাশরাফি বিন মর্তুজা ও ফরচুন বরিশাল সাকিব আল হাসানকে নিজেদের করে নেয়।

এদিকে একজন করে দেশি ক্রিকেটার ড্রাফটের আগে অন্তর্ভূক্ত করা গেলেও বিদেশিদের ক্ষেত্রে নেই কোনো নির্দিষ্ট বাধ্যবাধকতা। একই সময়ে আরও কয়েকটি ফ্র্যাঞ্চাইজি লিগ চলবে। ভালো মানের বিদেশি তারকা আনতে এই নিয়মে ছাড় দিয়েছে বিপিএল গভর্নিং কাউন্সিল।