পুরোনো বিতর্কে কাতার বিশ্বকাপকে না করলেন পপ তারকা ডুয়া লিপা

বিশ্বকাপের আয়োজক হওয়ার পর থেকেই বিতর্ক সঙ্গে নিয়ে চলছে কাতার। নারী ও বিদেশি শ্রমিকদের অধিকার এবং সমলিঙ্গের সম্পর্কের বিষয়ে কাতারের অবস্থান নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকেই। এমনকি সাবেক অনেক তারকা ফুটবলার এই বিশ্বকাপকে বর্জনও করেছেন। তবে এসব বিতর্ক পাশ কাটিয়ে সময়মতোই মাঠে গড়াচ্ছে কাতার বিশ্বকাপ। সে লক্ষ্যে ২০ নভেম্বর হবে উদ্বোধনী অনুষ্ঠান। তবে সেখানেও বেধেছে বিপত্তি।

jwppfOn
jwppfOn
jwppfOn
jwppfOn
jwppfOn

আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো জানিয়েছিল, বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানে পারফর্ম করবেন হিপ হপ পপ তারকা ডুয়া লিপা। তবে সামাজিক যোগাযোগমাধ্যমে ডুয়া লিপা জানিয়েছেন, তিনি কাতারে পারফর্ম করবেন না। কারণটা পুরোনো, নারী ও বিদেশি শ্রমিকদের অধিকার এবং সমলিঙ্গের সম্পর্ক নিয়ে কাতারের অবস্থান।

jwppfOn
jwppfOn
jwppfOn
jwppfOn
jwppfOn

লিপা সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছেন, ‘আমি কাতার বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানে পারফর্ম করব, এমন একটা গুঞ্জন শোনা যাচ্ছে। আমি কাতার বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানে পারফর্ম করছি না, আর এ নিয়ে তাদের সঙ্গে আমার কোনো দর–কষাকষিও হয়নি।’

তবে কাতারে মানবাধিকার নিশ্চিত হলে সেখানে যাওয়ার কথা ভাববেন লিপা, ‘দূর থেকে ইংল্যান্ডকে সমর্থন করে যাব। কাতারে যখন মানবাধিকার নিশ্চিত হবে, সত্যিই বিশ্বকাপের আয়োজক হওয়ার যোগ্যতা অর্জন করবে, তখন কাতারে যাওয়ার কথা ভাবব।’

jwppfOn
jwppfOn
jwppfOn
jwppfOn
jwppfOn

শুধু লিপা নয়, এর আগে কাতারে পারফর্ম করার প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন ব্রিটিশ পপ তারকা স্যার রড স্টুয়ার্ট। এই তারকা সানডে টাইমসকে বলেছেন,‘আমি প্রস্তাব ফিরিয়ে দিয়েছি। ওখানে যাওয়া ঠিক নয়। রাশিয়া-ইউক্রেন যুদ্ধে অস্ত্র সরবরাহ করার জন্য ইরানেরও বিশ্বকাপ খেলার যোগ্যতা কেড়ে নেওয়া উচিত।’

jwppfOn
jwppfOn
jwppfOn
jwppfOn
jwppfOn

কাতার বিশ্বকাপের অ্যাম্বাসেডর ডেভিড বেকহাম। এ জন্য বেকহাম পাচ্ছেন ১০ মিলিয়ন পাউন্ড। এ নিয়ে সমালোচনার মুখোমুখি হচ্ছেন বেকহাম। ব্রিটিশ কৌতুক অভিনেতা জো লিসে তো ঘোষণা দিয়েই দিয়েছেন—বেকহাম অ্যাম্বাসেডর হওয়ার সিদ্ধান্ত থেকে সরে এলে তিনি ১০ হাজার পাউন্ড দান করবেন।

jwppfOn
jwppfOn
jwppfOn
jwppfOn
jwppfOn

গত বছর গার্ডিয়ানের এক খবরে বলা হয়, কাতারে বিশ্বকাপের স্টেডিয়াম, মেট্রোরেল, রাস্তা ও হোটেল নির্মাণের সঙ্গে যুক্ত সাড়ে ছয় হাজার শ্রমিক মারা গেছেন। যদিও কাতার বরাবরই এই রিপোর্ট সত্য নয় বলে দাবি করে আসছে। কাতারে সমলিঙ্গের সম্পর্ক শাস্তিযোগ্য অপরাধ।

লিপা, রড স্টুয়ার্ট প্রস্তাব প্রত্যাখ্যান করলেও উদ্বোধনী অনুষ্ঠানে পারফর্ম করার কথা বিটিএস তারকা জাং কুক, নোরা ফাতেহি ও শাকিরার। পুরো টুর্নামেন্টজুড়েই ‘ফিফা ফ্যান ফেস্টিভ্যালে’ পারফর্ম করবেন আমেরিকান র‌্যাপার ডি জে ক্যালবিন ও জামাইকান তারকা শন পল।