
আর কখনই ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ, আইপিএলে ব্যাট-বলের লড়াইয়ে দেখা যাবে না ব্যাটিং অলরাউন্ডার কাইরন পোলার্ডকে। কোটি টাকার টুর্নামেন্টকে বিদায় বলেছেন ওয়েস্ট ইন্ডিজের সাবেক এই অধিনায়ক। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া বার্তায় পোলার্ড নিজেই এমন ঘোষণা দিয়েছেন।





আইপিএল ক্যারিয়ারের শুরু থেকেই অর্থ্যাৎ ২০১০ সাল থেকেই মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে খেলেছেন পোলার্ড। এরপর কখনই অন্য কোনো দলের জার্সিতে দেখা যায়নি তাকে। ভারতের এই ফ্র্যাঞ্চাইজি লিগ থেকে অবসর নিলেও মুম্বাই ইন্ডিয়ান্সের সাথে সম্পর্ক ছিন্ন হচ্ছে না ৩৫ বছর বয়সী ক্রিকেটারের। পাঁচবারের চ্যাম্পিয়নদের দুবাইয়ের ফ্র্যাঞ্চাইজি লিগের দল এমআই এমিরেটসের ব্যাটিং কোচের দায়িত্ব পেয়েছেন এই ওয়েস্ট ইন্ডিয়ান।





আইপিএল থেকে অবসর নিলেও বিভিন্ন দেশের ফ্র্যাঞ্চাইজি লিগে নিয়মিত দেখা যাবে পোলার্ডকে। তবে মুম্বাইকে যে তার কাছে সব ফ্র্যাঞ্চাইজির ঊর্ধ্বে, সেটা বোঝা গেল পোলার্ডের কথাতেই। ইনস্টাগ্রামে তিনি লিখেছেন, ‘আইপিএলে আরও অনেক দিন খেলার ইচ্ছা ছিল।’





‘তবে মুম্বাই ইন্ডিয়ান্স কর্তৃপক্ষের সাথে আলোচনা করে আমি অবসরের সিদ্ধান্ত নিয়েছি। আমার মনে হয়েছে, এই দলটিতে পরিবর্তন আনা দরকার। যদিও মুম্বাইয়ের হয়ে না খেলতে পারলে এর বিপক্ষেও যাবো না। কারণ আপনারা জানেন, একবার মুম্বাই, আজীবন মুম্বাই।’
গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন…