আগামী বছরের ৫ জানুয়ারি থেকে শুরু হওয়ার কথা রয়েছে সাত দলের বিপিএল। ইতিমধ্যেই বিপিএলের জন্য সাত দল চূড়ান্ত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। দল গোছাতে শুরু করে দিয়েছে অনেকগুলি ফ্রাঞ্চাইজি। সবকিছু ঠিকঠাক থাকলে আগামী ২৩ নভেম্বর ঢাকার একটি হোটেলে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে বিপিএলের নবম আসরের প্লেয়ার্স ড্রফট।





কিন্তু প্লেয়ার্স ড্রফটের আগে আবারো সমস্যায় পড়েছে বিসিবি। বিপিএল থেকে নাম প্রত্যাহার করে নিতে ইতিমধ্যেই বিসিবিকে চিঠি জানিয়েছে ঢাকার ফ্রাঞ্চাইজি নেওয়া প্রগতি গ্রিন অটো রাইস মিলস লিমিটেড। আর্থিক কারণে বিপিএলে অংশগ্রহণ করতে পারছে না তারা।





প্রগতি গ্রিন অটো রাইস মিলস লিমিটেড নিজেদের নাম সরিয়ে নেয়ায় দারুণ বিপাকে পড়তে হচ্ছে ঢাকার মালিকানা নিয়ে। বিষয়টি নিশ্চিত করেছেন বিপিএল গভর্নিং কাউন্সিলের চেয়ারম্যান শেখ সোহেল। তিনি বলেছেন, “ঢাকার ফ্র্যাঞ্চাইজিতে পরিবর্তন আসবে। তারা (প্রগতি লি.) আমাদের চিঠি দিয়েছে, এ বছর বিপিএলে তারা অংশ নিতে চাচ্ছে না।”





বিপিএলের পরবর্তী তিন আসরে দল পেতে আগ্রহ দেখায় ১১টি প্রতিষ্ঠান। যেখান থেকে যাছাই বাছাই করে সাতটি প্রতিষ্ঠান বেছে নেয় বিপিএল গভর্নিং কাউন্সিল। দলগুলো হলো : বরিশাল ( ফরচুন বরিশাল স্পোর্টস লিমিটেড), খুলনা (মাইন্ডট্রি লিমিটেড), ঢাকা (প্রগতি গ্রিন অটো রাইস মিলস লিমিটেড), সিলেট (ফিউচার স্পোর্টস বাংলাদেশ লিমিটেড), রংপুর (টগি স্পোর্টস লিমিটেড), চট্টগ্রাম (ডেলটা স্পোর্টস লিমিটেড) ও কুমিল্লা (কুমিল্লা লিজেন্ডস লিমিটেড)