বিপাকে বিসিবি; ভবিষ্যতে জাতীয় দলের খেলা নিয়ে কঠিন শর্ত দিয়ে বসলেন সাকিব!

২০২১ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ দলকে চাপে ফেলে দিয়েছিল বাইরের বিতর্ক। আগের বারের অভিজ্ঞতা থেকে অস্ট্রেলিয়া বিশ্বকাপে দলকে আগলে রেখেছিলেন অধিনায়ক সাকিব আল হাসান।

jwppfOn
jwppfOn
jwppfOn
jwppfOn
jwppfOn

অধিনায়ক নিয়ম জারি করেছিলেন, দলের ভেতরের কথা বাইরে প্রচার করা যাবে না। সব ধরনের বিতর্ক থেকে ক্রিকেটারদের দূরে রাখার চেষ্টা করেছেন তিনি। বাংলাদেশ টি-২০ ও টেস্ট অধিনায়ক এ নিয়মটা বহাল রাখতে চান দ্বিপক্ষীয় সিরিজেও। দল গঠন থেকে শুরু করে পরিচালনার ক্ষেত্রেও বিসিবি কর্তাদের প্রভাবমুক্ত থেকে পূর্ণ স্বাধীনতা চান তিনি। জাতীয় দল নির্বাচনে কোচ এবং অধিনায়কের মতামত নেওয়া হয়।

jwppfOn
jwppfOn
jwppfOn
jwppfOn
jwppfOn

নির্বাচক কমিটির সদস্যও তাঁরা। সেদিক থেকে অধিনায়কের হাতে সেরা দলটাই তুলে দেওয়ার কথা থাকলেও বাংলাদেশের প্রেক্ষাপট একটু ভিন্ন। বোর্ডের ঊর্ধ্বতন কর্মকর্তাদের পছন্দ-অপছন্দের বিষয়টিও পরোক্ষে দল নির্বাচনে ঢুকে পড়ে। টি২০ বিশ্বকাপের দল নিয়েও তেমন কিছু ওজর-আপত্তি ছিল। যদিও প্রস্তুতি টুর্নামেন্ট শেষে বিশ্বকাপে সেরা দলটাই বেছে নেওয়া হয়েছে।

jwppfOn
jwppfOn
jwppfOn
jwppfOn
jwppfOn

বিশ্বকাপে প্রবেশের পর থেকে সাকিব হয়ে গিয়েছিলেন অন্য মানুষ। তিনি নিয়ম করে দিয়েছিলেন, দলের ভেতরের কথা কোনোভাবেই বাইরে যাওয়া চলবে না। এর পরও ফাঁক গলে কিছু তথ্য বেরিয়ে পড়ে। সেটা নিয়ে টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজনের কাছে ব্যাখ্যা দাবি করে বসেন টেকনিক্যাল কনসালট্যান্ট শ্রীধরন শ্রীরাম। বিষয়টি বেশি দূর বাড়তে পারেনি সাকিবের কারণে।

jwppfOn
jwppfOn
jwppfOn
jwppfOn
jwppfOn

সাকিব টিম রুলস জারি করায় পরিচালকরা অস্ট্রেলিয়ায় এলেও দলের খুব কাছে যেতে পারেননি। যে কারণে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন ব্রিসবেনে জিম্বাবুয়ের বিপক্ষে জয় দেখে দেশে ফিরে গেছেন। বাংলাদেশ দলের একাধিক সূত্র থেকে জানা গেছে, ভবিষ্যতেও জাতীয় দলের খেলা চলাকালে কর্মকর্তাদের দূরে রাখতে চান সাকিব।

বিসিবিকে এমনি এক কিঠিন শর্ত দিয়ে বসলেন টাইগার টি-টোয়েন্টি দলের অধিনায়ক। সাকিব এবং কোচ শ্রীরামের দৃষ্টিতে বাংলাদেশ দল সেরা টি২০ বিশ্বকাপ খেলেছে অস্ট্রেলিয়ায়। বাইরের কোনো বিতর্ক স্পর্শ করতে পারেনি দলকে।

jwppfOn
jwppfOn
jwppfOn
jwppfOn
jwppfOn

কিন্তু একটু খতিয়ে দেখলে বিষয়টি অন্যভাবে দেখা যেতে পারে। এই বিশ্বকাপে বাংলাদেশ জিতেছে কোয়ালিফাইং খেলা নেদারল্যান্ডস ও জিম্বাবুয়ের বিপক্ষে। ভারত-পাকিস্তানের মতো বড় কোনো দলকে হারাতে পারেনি তারা। জিম্বাবুয়ে হারিয়েছে সেমিফাইনালে উন্নীত হওয়া পাকিস্তানকে আর নেদারল্যান্ডসের কাছে হেরেছে দক্ষিণ আফ্রিকা।

jwppfOn
jwppfOn
jwppfOn
jwppfOn
jwppfOn

বাংলাদেশ টুর্নামেন্ট শেষ করেছে গ্রুপের পঞ্চম দল হিসেবে। সেরা বিশ্বকাপেও বাংলাদেশের অবস্থান ছয় দলের মধ্যে পঞ্চম। ফলাফলের দিক থেকে যেমনই হোক শৃঙ্খলা ধরে রাখার ক্ষেত্রে সাকিবের দল সফল। কিন্তু তিনি ব্যক্তিগতভাবে সমালোচিত হয়েছেন ব্রিসবেনে প্রবাসীদের দেওয়া সংবর্ধনায় বিতর্কিত মন্তব্য এবং ছবি না তুলে।

সিডনিতে বাণিজ্যিক সংবর্ধনায় যোগ দিয়ে হয়েছেন সমালোচিত। যেখানে অধিনায়ক নিজেই টিম রুলস ভাঙেন, সেখানে স্বাধীনতা চাওয়া এবং পাওয়ার মধ্যে একটা দূরত্ব থাকবেই। সাকিবের ঘনিষ্ঠজনের সঙ্গে কথা বলে জানা গেছে,

স্বাধীনতা দেওয়া হলে টেস্ট এবং টি২০ দলকে প্রতিষ্ঠিত করে দিয়ে যেতে চান তিনি। আর স্বাধীনতায় হস্তক্ষেপ করা হলে নেতৃত্ব ছেড়ে দেওয়ার মানসিক প্রস্তুতি নিয়ে রেখেছেন। দল নির্বাচন আর পরিচালনায় বাইরের কোনো হস্তক্ষেপ মেনে নেবেন না সাকিব।