অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপের অষ্টম আসরের পর্দা নেমেছে। যেখানে রোববার (১৩ নভেম্বর) এমসিজিতে শিরোপা নির্ধারণী ফাইনাল ম্যাচে পাকিস্তানকে ৫ উইকেটে হারিয়েছে জস বাটলারের নেতৃত্বাধীন ইংল্যান্ড। যার সুবাদে ২০১০ সালের পর দ্বিতীয়বারের মতো শিরোপা জিতল ইংল্যান্ড।





এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে ১৬টি দল অংশ নিয়েছিল। যেখানে সুপার টুয়েলভে সরাসরি জায়গা পেয়েছিল আটটি দল। আর বাকি চার দল বাছাইপর্ব খেলে বিশ্বকাপের মূলপর্বে জায়গা করে নিয়েছিল। দীর্ঘ এক মাসের লড়াইয়ে যারা নিজেদের সেরা ফর্ম প্রদর্শন করতে পেরেছেন, তাদেরকে নিয়েই সাজানো হয়েছে সেরা একাদশ।





বিশ্বকাপের ফাইনাল শেষে আইসিসি তাদের চলতি আসরের সেরা একাদশ প্রকাশ করেন। যেখানে সেরা একাদশে জায়গা পেয়েছেন, চ্যাম্পিয়ন ইংল্যান্ড ও ভারতের ৩ জন করে খেলোয়াড়। রানার্সআপ পাকিস্তান দল থেকে পেয়েছেন দুইজন। এ ছাড়া নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা এবং জিম্বাবুয়ের একজন করে।
বিশ্বকাপের সেরা একাদশ : অ্যালেক্স হেলস, জস বাটলার (অধিনায়ক, উইকেটকিপার), বিরাট কোহলি, সূর্যকুমার যাদব, গ্লেন ফিলিপস, সিকান্দার রাজা, শাদাব খান, এনরিখ নর্টজে, মার্ক উড, শাহিন শাহ আফ্রিদি ও আর্শদীপ সিং।