আট দল নিয়ে আগামী ২৩ নভেম্বর আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে শুরু হচ্ছে টি-টেন লিগ। জনপ্রিয় এই ফ্র্যাঞ্চাইজি লিগ শুরুর আগে এক ভিন্ন বার্তা দিলেন বাংলা টাইগার্সের আইকন ক্রিকেটার সাকিব আল হাসান।





বিশ্বব্যাপী টি-টোয়েন্টি লিগ দাপিয়ে বেড়ানো সাকিবের কখনোই খেলা হয়নি ৬০ বলের ক্রিকেট। সব ঠিক থাকলে, এবারের টি-১০ লিগেই অভিষেক হচ্ছে বিশ্বসেরা অলরাউন্ডারের।
এখন পর্যন্ত টি-১০ লিগে টাইগার্সের সর্বোচ্চ সাফল্য প্লে অফ। অধরাই রয়ে গেছে শিরোপা। সেই স্বপ্ন পূরণে এবার বাংলাদেশ ক্রিকেটের পোস্টার বয়কে দলে ভেড়ায় ফ্র্যাঞ্চাইজি কর্তৃপক্ষ।





দলটি শনিবার (১২ নভেম্বর) নিজেদের অফিসিয়াল ফেসবুক পোস্টে একটি ভিডিও পোস্ট করেছে। ১৮ সেকেন্ডের ওই ভিডিওতে সাকিব বলেন, ‘আমি ২০২২ সালের ২৩ নভেম্বর আবুধাবি টি-টেন লিগের বাংলা টাইগার্সের হয়ে অংশগ্রহণ করতে যাচ্ছি। এটি আপনার দল। প্রতিটি ম্যাচে আপনারা মাঠে আসুন এবং আমাদেরকে সমর্থন করুন। খেলা হবে!’
গত আগস্টে বাংলা টাইগার্সের ‘আইকন’ প্লেয়ার করা হয়েছে সাকিবকে। আগের আসরে ফাফ ডু প্লেসি ছিলেন দলটির আইকন ক্রিকেটার।





বাংলাদেশি মালিকানাধীন এই দলটির প্রধান কোচের দায়িত্ব রয়েছেন বাংলাদেশ দলের সাবেক ক্রিকেটার আফতাব আহমেদ। এছাড়া মেন্টরের দায়িত্বে রয়েছেন প্রখ্যাত কোচ ও ক্রিকেট বিশ্লেষক নাজমুল আবেদীন ফাহিম। দলটির সহকারী কোচ জিম্বাবুয়ের সাবেক তারকা ক্রিকেটার তাতেন্দা তাইবু। এছাড়া বাংলাদেশি ক্রিকেটার হিসেবে দলটিতে রয়েছেন নুরুল হাসান সোহান এবং মৃত্যুঞ্জয় চৌধুরী।