ইংল্যান্ডের বিপক্ষে ফাইনাল ম্যাচ হেরে সরাসরি যাকে দুষলেন বাবর

পাকিস্তানের সামনে সুযোগ ছিল ১৯৯২ সালের ওয়ানডে বিশ্বকাপের পুরোনো ইতিহাসের ধারা ধরে রাখার। ইংল্যান্ডের বিপক্ষে আজ (১৩ নভেম্বর) শিরোপা জিতলেই প্রায় সাদৃশ্যপূর্ণ পর্যায়ে থেকে ১৯৯২ সালের মতো আরেকবার বিশ্বমঞ্চে চ্যাম্পিয়ন হতে পারতো পাকিস্তান।

jwppfOn
jwppfOn
jwppfOn
jwppfOn
jwppfOn

তবে দিন শেষে হারের গল্প নিয়েই থামতে হয়েছে বাবর আজমের দলকে। ইংল্যান্ডের বিপক্ষে বেন স্টোকসের আরেকটি বীরত্বে ৫ উইকেটের হার দেখে পাকিস্তান। ম্যাচ হারলেও পাকিস্তানকে সমর্থনে ভাসিয়ে দেওয়ার জন্য দর্শকদের অভিনন্দন জানিয়েছেন বাবর আজম।

jwppfOn
jwppfOn
jwppfOn
jwppfOn
jwppfOn

এ ছাড়াও ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচ হারের জন্য এদিন শাহিন শাহ আফ্রিদির ইনজুরিতে ছিটকে পড়ার বিষয়টিও সামনে নিয়ে আসেন বাবর। খেলা চলাকালে দারুণ একটা ক্যাচ নিতে গিয়ে খেলা শেষের ৬ ওভার আগে ইনজুরিতে পড়েন আফ্রিদি। আর তাতেই ম্যাচে মাত্র ২ ওভার করে আর বোলিংই করতে পারেননি এই পাকিস্তানি পেসার।

jwppfOn
jwppfOn
jwppfOn
jwppfOn
jwppfOn

ম্যাচ শেষে বাবর বলেন, ‘ইংল্যান্ডকে অভিনন্দন। তারা দুর্দান্ত খেলেছে। এখানে (অস্ট্রেলিয়ায়) খেলাটা আমাদের জন্য অনেকটা ঘরের মাঠে খেলার মতো। এখানকার প্রত্যেকটা মাঠেই আমরা দারুণ সমর্থন পেয়েছি। সবাইকে আমাদের এমন সমর্থন দেওয়ার জন্য ধন্যবাদ।

jwppfOn
jwppfOn
jwppfOn
jwppfOn
jwppfOn

আমি কেবল দলের ক্রিকেটারদের বলেছি, নিজেদের স্বাভাবিক খেলা খেলার জন্য। তবে আমরা আসলে ২০ রান শর্ট ছিলাম। আমাদের বোলাররা নিজেদের সর্বোচ্চটা দিয়ে লড়াই করে গেছে।

আমাদের এই বোলিং আক্রমণ বিশ্বের অন্যতম সেরা। দুর্ভাগ্যজনকভাবে শাহীনের চোট আমাদেরকে ম্যাচ থেকে ছিটকে দিয়েছে। কিন্তু এটাই খেলার অংশ।’