ফাইনালের আম্পায়ারদের নাম ঘোষণা; হতাশ পাকিস্তানি সমর্থকরা

অপেক্ষার প্রহর গুণছে সবাই। ক্রিকেটপ্রেমীদের উত্তেজনা তুঙ্গে। মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে খেতাবি লড়াইয়ে মুখোমুখি হবে ইংল্যান্ড-পাকিস্তান। ফাইনাল শেষে বিশ্বকাপের শিরোপায় চুমু কে খাবেন? বাবর আজম নাকি জস বাটলার!

jwppfOn
jwppfOn
jwppfOn
jwppfOn
jwppfOn

সে প্রশ্নের জবাব জানা যাবে, আগামীকাল রোববার বেলা ২টার শুরু হতে যাওয়া মহারণের পর। তবে তার আগেই হতাশ পাকিস্তানি ক্রিকেট সমর্থকরা। কারণ, ফাইনাল ম্যাচের জন্য নির্ধারিত দুই অনফিল্ড আম্পায়ার তাদের পছন্দের নয়।

ফাইনাল ম্যাচের আম্পায়ারদের নামের তালিকা প্রকাশ করেছে ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। শুক্রবার ঘোষিত তালিকায় দেখা যাচ্ছে, ম্যাচে অনফিল্ড আম্পায়ার হিসেবে থাকছেন দক্ষিণ আফ্রিকার মারাই এরাসমাস এবং শ্রীলংকার কুমার ধর্মসেনা।

jwppfOn
jwppfOn
jwppfOn
jwppfOn
jwppfOn

টিভি আম্পায়ারের দায়িত্ব পেয়েছেন নিউজিল্যান্ডের ক্রিস গ্যাফানি। চতুর্থ আম্পায়ার হিসেবে আছেন অস্ট্রেলিয়ার পল রাইফেল। ফাইনালের ম্যাচ রেফারি শ্রীলংকার রঞ্জন মাদুগালে। রিজার্ভ (চতুর্থ) আম্পায়ার হিসেবে আইসিসি নির্বাচিত করেছে অস্ট্রেলিয়ার পল রেইফেলকে।

jwppfOn
jwppfOn
jwppfOn
jwppfOn
jwppfOn

আর অনফিল্ড আম্পায়ারদের নাম শুনেই হতাশ হয়েছেন পাকিস্তানি সমর্থকরা। কারণ, বিশ্বকাপে প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে মারাইস ইরাসমাসের অধীনেই খেলেছিল পাকিস্তান। সে ম্যাচে মারাইসের ওপর প্রভাব বিস্তার করেন ভারতের ব্যাটিং সেনসেশন বিরাট কোহলি।

ম্যাচের শেষ ওভারে স্পিনার মোহাম্মদ নওয়াজের ফুল টস বলটিকে ছক্কা হাঁকান কোহলি। এরপর নো-কল করে আম্পায়ারের দৃষ্টি আকর্ষণ করেন কোহলি। কোহলির কথায় সাড়া দিয়ে ওই বলকে নো-বল বলে অভিহিত করেছিলেন মারাইস।

jwppfOn
jwppfOn
jwppfOn
jwppfOn
jwppfOn

এরপর ম্যাচটি হেরে যায় পাকিস্তান। পাকিস্তানি ভক্তদের অভিযোগ ছিল, কোহলির নির্দেশে আম্পায়ার নো-বল দিয়েছেন। নো বল না হলে হয়তো ম্যাচের ফল অন্যরকম হতে পারত। শ্রীলংকার কুমার ধর্মসেনাকে নিয়েও চলছে অন্যরকম আলোচনা।

jwppfOn
jwppfOn
jwppfOn
jwppfOn
jwppfOn

এই সেই আম্পায়ার যিনি ২০১৯ ওয়ানডে বিশ্বকাপ ফাইনালে ইংল্যান্ডকে ‘ভুল’ সিদ্ধান্তে ওভার-থ্রোয়ে ৫ রানের বদলে ৬ রান উপহার দিয়েছিলেন। তার সেই সিদ্ধান্ত নিয়ে পরবর্তী সময়ে বিস্তর বিতর্ক দেখা দেয়। ইংল্যান্ডের বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার পিছনে সেই বাড়তি ১ রানের গুরুত্ব অস্বীকার করার উপায় নেই। আর রোববার ফাইনালে পাকিস্তানের প্রতিপক্ষ ইংল্যান্ডই।

টি-২০ বিশ্বকাপ ফাইনালের ম্যাচ অফিসিয়াল:-
অন-ফিল্ড আম্পায়ার: মরিস এরাসমাস ও কুমার ধর্মসেনা।
তৃতীয় আম্পায়ার: ক্রিস গ্যাফানি।
চতুর্থ আম্পায়ার: পল রেইফেল।
ম্যাচ রেফারি: রঞ্জন মদুগালে।