একনজরে দেখেনিন কাতার বিশ্বকাপে আর্জেন্টিনার ম্যাচের সময়সূচি

কাতার বিশ্বকাপ মাঠে গড়াতে বাকি আর মাত্র কয়েকদিন। এরপরই বেজে উঠবে ফুটবলের সবচেয়ে বড় আসরের দামামা। ক্লাব ফুটবলের পাঠ চুকিয়ে ফুটবলাররা এবার লড়বে দেশকে সবার সেরা করার লক্ষ্যে।

আগামী ২০ নভেম্বর পর্দা উঠবে কাতার বিশ্বকাপের। আসরে অংশজ নিতে যাওয়া দলগুলো ইতোমধ্যেই ঘোষণা করতে শুরু করেছে তাদের সেরা স্কোয়াড। যাদের কাঁধে ভর করে বিশ্ব ফুটবলের শ্রেষ্ঠত্ব নিজেদের করে নিতে লড়বে ৩২টি দেশ।

নিজেদের ফুটবল ইতিহাসে দুইবার বিশ্বকাপ ফুটবলে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে আর্জেন্টিনা। কাতারে অনুষ্ঠেয় আসরে তারা খেলবে তৃতীয় শিরোপা জয়ের জন্য।

সেই লক্ষ্যে মাঠে নামার আগে দল ঘোষণার কাজ সম্পন্ন করেছেন আলবিসেলেস্তে কোচ লিওনেল স্কালোনি। শুক্রবার ২৬ সদস্যের চুড়ান্ত দল দিয়েছেন এই মাস্টারমাইন্ড।

দল ঘোষণার সময় স্কালোনি বলেন, “তারা (খেলোয়াড়রা) দলে ডাক পেয়ে এবং এই জার্সি পরতে পেরে গর্বিত। আশা করি, এই দলের সমর্থক হয়ে আপনারাও তাই। সবাই ঐক্যবদ্ধ!”

কাতার বিশ্বকাপে গ্ৰুপ ‘সি’ তে রয়েছে আর্জেন্টিনা। সেখানে তাদের বাকি তিন প্রতিপক্ষ পোল্যান্ড, মেক্সিকো এবং সৌদি আরব।

বাংলাদেশ সময় অনুযায়ী কাতার বিশ্বকাপে আর্জেন্টিনার গ্রুপ পর্বের ম্যাচগুলোর সময়সূচি:

আর্জেন্টিনা-সৌদি আরব
[(২২ নভেম্বর, বিকাল ৪টা) লুসাইল স্টেডিয়াম]

আর্জেন্টিনা-মেক্সিকো
[(২৭ নভেম্বর, রাত ১টা), লুসাইল স্টেডিয়াম]

আর্জেন্টিনা-পোল্যান্ড
[(১ ডিসেম্বর রাত ১টা), ৯৭৪]

You May Also Like