একাধিক চমক নিয়ে বিশ্বকাপের দল ঘোষণা করলো আর্জেন্টিনা

কাতার বিশ্বকাপের জন্য ২৬ সদস্যের চুড়ান্ত দল ঘোষণা করলো আর্জেন্টিনা। সব শঙ্কা উড়িয়ে লিওনেল ঘোষিত আর্জেন্টিনার চুড়ান্ত স্কোয়াডে জায়গা করে নিয়েছেন পাওলো ডিবালা। ইনজুরির সাথে লড়াই করেও কাতারগামী ফ্লাইটের টিকেট পেয়েছেন আনহেল ডি মারিয়াও।

jwppfOn
jwppfOn
jwppfOn
jwppfOn
jwppfOn

ইতিমধ্যেই কাতার বিশ্বকাপের দামামা বেজে গেছে। বৈশ্বিক এই আসরে অংশ নিতে যাওয়া দলগুলো নিজেদের স্কোয়াডও ঘোষণা করতে শুরু করেছে। এবার সেই তালিকায় যুক্ত হলো আর্জেন্টিনার নামও।

শুক্রবার আনুষ্ঠানিকভাবে কাতার বিশ্বকাপের জন্য চুড়ান্ত দল ঘোষণা করেন আর্জেন্টাইন বস লিওনেল স্কালোনি। ঘোষিত হওয়া এই স্কোয়াডে থাকছেন সদ্যই ইনজুরি থেকে ফেরা পাওলো ডিবালা। ইনজুরির জন্য প্রায় এক মাস মাঠের বাইরে ছিলেন আর্জেন্টাইন এই সুপারস্টার।

jwppfOn
jwppfOn
jwppfOn
jwppfOn
jwppfOn

ডিবালার মতো ইনজুরি শঙ্কা কাটিয়ে দলে জায়গা করে নিয়েছেন আনহেল ডি মারিয়াও। জুভেন্টাসের এই তারকাও ইনজুরি থেকে সদ্যই ফিরেছেন।

লিওনেল স্কালোনির ঘোষিত এই দলে জায়গা হয়নি জিওভান্নি লো সেলসোর। ইনজুরির কারণে কপাল পুড়েছে ভিয়ারিয়ালের এই তারকার। তার বদলে দলে জায়গা করে নিয়েছেন এজিকুয়েল প্যালাসিওস।

jwppfOn
jwppfOn
jwppfOn
jwppfOn
jwppfOn

আর্জেন্টিনা দল

গোলরক্ষক

এমিলিয়ানো মার্টিনেজ
জেরোনিমো রুলি
ফ্রাঙ্কো আর্মানি

রক্ষণভাগ

jwppfOn
jwppfOn
jwppfOn
jwppfOn
jwppfOn

হুয়ান ফয়েথ
গঞ্জালো মনটিয়েল
ক্রিস্টিয়ান রোমেরো
লিসান্দ্র মার্টিনেজ
নিকোলাস ওটামেন্ডি
ট্যাগলিয়াফিকো
মার্কোস আকুনা
নাহুয়েল মলিনা
জার্মান পেজেল্লা

মধ্যমাঠ

ডি পল
লেয়ান্দ্র প্যারেডেস
এনজো ফার্নান্দেজ
ম্যাক অ্যালিস্টার
গুইদো রদ্রিগেজ
পাপু গোমেজ
প্যালাসিওস

jwppfOn
jwppfOn
jwppfOn
jwppfOn
jwppfOn

আক্রমণভাগ

লাউটারো মার্টিনেজ
জুলিয়ান আলভারেজ
নিকোলাস গঞ্জালেজ
পাওলো ডিবালা
ডি মারিয়া
লিওনেল মেসি
হুয়াকুইন কোরেয়া