ভারত দলকে চরমভাবে অপমানিত করলেন মাইকেল ভন

চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনাল থেকে বিদায় নেয়ার পর ভারতকে সাদা বলের ক্রিকেটের ইতিহাসের সবচেয়ে কম পারফর্ম করা দল হিসেবে আখ্যা দিয়েছেন মাইকেল ভন। ২০১১ সালে ঘরের মাঠে ওয়ানডে বিশ্বকাপ জেতার পর ২০১৩ সালে আইসিসির চ্যাম্পিয়নস ট্রফি নিজেদের করে নিয়েছিল ভারত। এরপর থেকেই আইসিসির টুর্নামেন্টের শিরোপা জিততে পারছে না তারা।

jwppfOn
jwppfOn
jwppfOn
jwppfOn
jwppfOn

এরপর ২০১৪ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে ‍উঠলেও শ্রীলঙ্কার কাছে হেরে যায় তারা। ২০১৫ সালে অস্ট্রেলিয়ার কাছে হেরে ভারত বাদ পড়ে ওয়ানডে বিশ্বকাপের সেমিফাইনাল থেকে। পরের বছর ঘরের মাঠে টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে উঠলেও ওয়েস্ট ইন্ডিজের কাছে হারতে হয় বিরাট কোহলিদের। ২০১৯ ওয়ানডে বিশ্বকাপের সেমিফাইনালের পর এবার টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনাল থেকেও বিদায় নিয়েছে তারা।

jwppfOn
jwppfOn
jwppfOn
jwppfOn
jwppfOn

এদিকে ভারতের এমন বিদায়ের পর ভন বলেন, ‘৫০ ওভারের বিশ্বকাপ জেতার পরে তারা আর কী করেছে? কিছুই না। ভারত খুবই পুরনো ধাঁচের সাদা বলের ক্রিকেট খেলছে এবং এটি অনেকদিন ধরে করে আসছে। সাদা বলে ইতিহাসের সবচেয়ে কম পারফর্ম করা দল ভারত।’

jwppfOn
jwppfOn
jwppfOn
jwppfOn
jwppfOn

এর আগে ভারতকে হারিয়ে ইংল্যান্ডকে সেমিফাইনালে তোলার পর জস বাটলার জানান, আইপিএলে নিয়মিত খেলা তাকে সহায়তা করেছে। বিদেশি ক্রিকেটাররা আইপিএল থেকে উপকৃত হলেও ভারতীয়রা কেন সেটা করতে পারছেন না তা নিয়ে প্রশ্ন তুলেছেন ভন। ইংল্যান্ডের সাবেক এই ক্রিকেটার মনে করেন, ভারতের সঠিক প্রক্রিয়া নেই।

jwppfOn
jwppfOn
jwppfOn
jwppfOn
jwppfOn

এ সময় ভন বলেন, ‘আইপিএল খেলতে যাওয়া বিদেশি ক্রিকেটারদের সবাই বলে, এটি তাদের খেলা উন্নত করেছে। কিন্তু ভারত আসলে (আইপিএল থেকে) কী নিতে পেরেছে? আমি স্রেফ স্তব্ধ হয়ে যাই! এত প্রতিভা থাকার পরেও তারা টি-টোয়েন্টি ক্রিকেটটা কোন ধাঁচে খেলছে। তাদের অনেক খেলোয়াড় আছে। কিন্তু কোনো সঠিক প্রক্রিয়া নেই। তাদের এখন সে পথে হাঁটা উচিত। তারা কেন প্রতিপক্ষ বোলারদের প্রথম ৫ ওভারে চেপে ধরার সুযোগ দেয়?’