দুর্দান্ত ব্যাটিংয়ে ৪১২ রান তাড়া করতে নেমেও একমাত্র চারদিনের ম্যাচে পাকিস্তানের বিপক্ষে ড্র করেছিল টাইগার যুবারা। এবার প্রথম ওয়ানডেতে মোহাম্মদ রিজওয়ানের দারুণ ব্যাটিংয়ে পাকিস্তান অনূর্ধ্ব-১৯ দলকে তাদের মাটিতেই ৭ উইকেটের বিশাল ব্যবধানে হারিয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল।
আগে ব্যাট করতে নেমে ২০২ রানে অলআউট হয় পাকিস্তান। জবাবে ৪০.১ ওভারেই ৭ উইকেট হাতে রেখে জয় তুলে নেয় টাইগার যুবারা।
রান তাড়া করতে নেমে ১৬০ রানের ওপেনিং জুটি করেন মোহাম্মদ রিজওয়ান ও আশিকুর রহমান। দুজনের দারুণ ব্যাটিংয়ে জয়ের ভিত পায় বাংলাদেশ। দুজনেই করেন ফিফটি।
৮৬ বলে ৭৮ রানের দারুণ ইনিংস উপহার দেন মোহাম্মদ রিজওয়ান। আশিকুর করেন ১১২ বলে ৭৪ রান। এছাড়াও সাকিব ১৮ ও আমিন ৭ রানে অপরাজিত থেকে দলের জয় নিশ্চিত করেন।
এর আগে মুলতানে টসে জিতে বোলিং করার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। আগে ব্যাট করতে নেমে মারুফ মৃধার দুর্দান্ত বোলিংতোপে ৩ রানেই ৩ উইকেট হারায় পাকিস্তান যুবারা।
তবে এরপরও উজির মমতাজ ও আরাফাত ইনহাসের দারুণ ব্যাটিংয়ে ঘুরে দাড়ায় স্বাগতিকেরা। যদিও শেষ পর্যন্ত সব কটি উইকেট হারিয়ে ৪৫ ওভারে ২০২ রানে গুটিয়ে যায় পাকিস্তান। বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ৪ উইকেট নেন মারুফ মৃধা। ২ উইকেট নেন রাফিউজ্জামান।