টি-টোয়েন্টি বিশ্বকাপের অষ্টম আসরে প্রথম সেমিফাইনালে মুখোমুখি হতে যাচ্ছে নিউজিল্যান্ড এবং পাকিস্তান। ম্যাচটি শুরু হবে দুপুর দুইটায় সিডনি ক্রিকেট গ্রাউন্ডে।
অবিশ্বাস্যভাবেই এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে নিজেদের জায়গা করে নিয়েছে পাকিস্তান। প্রথম দুই ম্যাচ হারের পর কে ভেবেছিল সেমিফাইনালে পা রাখতে পারবে তারা? এমনকি দলের অধিনায়ক নিজেও আশা ছেড়ে দিয়েছিলেন সেমিফাইনালে খেলার। তবে সেখান থেকে অবিশ্বাস্যভাবে ঘুরে দাঁড়ায় পাকিস্তান। কেন তারা আনপ্রেডিক্টেবল, সেটার প্রমাণ করে তারা আসর জুড়ে। যার ফলে টানা দুই জয় তুলে নিয়ে গ্রুপ রানার আপ হয় তারা। এতে করে গ্রুপ এক এর চ্যাম্পিয়ন নিউজিল্যান্ড কে প্রতিপক্ষ হিসেবে পাচ্ছে তারা।
এবারের আসরের অন্যতম ফেভারিট দল নিউজিল্যান্ড। টুর্নামেন্ট জুড়ে ধারাবাহিক পারফরম্যান্স করা দলটার সামনে এবার প্রতিশোধের পালা। কারণ সব শেষ ত্রিদেশীয় সিরিজে পাকিস্তানের বিপক্ষে ঘরের মাটিতে ফাইনালে হেরেছিল দল টি।
যদিও সংক্ষিপ্ত ফরমেটে পাকিস্তানের চেয়ে অনেক পিছিয়ে রয়েছে তাসমান পাড়ের দলটি। এখন পর্যন্ত এই ফরমেটে ২৮ বারের মুখোমুখি হয়েছে দুই দল যেখানে ১৭ বার জয় পেয়েছে পাকিস্তান এবং ১১ টি জয় নিউজিল্যান্ডের। পরিসংখ্যান আরো বেশি হতাশা জনক নিউজিল্যান্ডের জন্য। যখন নিরপেক্ষ ভেন্যুতে ১৩ বারের দেখায় মাত্র তিনটি জয় পেয়েছে তারা এবং বাকি দশ বারই জিতেছে পাকিস্তান। এবারের ম্যাচটিও অনুষ্ঠিত হবে নিরপেক্ষ ভেন্যুতে, তাই এই ম্যাচে একটু হলেও এগিয়ে থাকবে পাকিস্তান।
যেমন হতে পারে নিউজিল্যান্ড এবং পাকিস্তানের সম্ভাব্য একাদশ।
পাকিস্তান – বাবর আজম (অধিনায়ক), মোহাম্মদ রিজওয়ান, মোহাম্মদ নাওয়াজ, মোহাম্মদ হারিস, শান মাসুদ, ইফতিখার আহমেদ, শাদাব খান, মোহাম্মদ ওয়াসিম জুনিয়র, নাসিম শাহ, হারিস রউফ এবং শাহিন শাহ আফ্রিদি।
নিউজিল্যান্ড – ফিন অ্যালেন, ডেভন কনওয়ে, কেন উইলিয়ামসন (অধিনায়ক), গ্লেন ফিলিপস, ডারিল মিচেল, জিমি নিসাম, মিচেল স্যান্টনার, টিম সাউদি, ইশ সোদি, লকি ফার্গুসেন এবং ট্রেন্ট বোল্ট।