গত কয়েকদিন থেকেই দুর্দান্ত খেলছেন তাসকিন। টি-টোয়েন্টি বিশ্বকাপে ছিলেন বাংলাদেশের সেরা বোলার। নিয়েছেলেন ৮ টি গুরুত্বপূর্ণ উইকেট। কিপটে বোলিংয়ে নজর কেড়েছিলেন সবার৷ তবে দুর্দান্ত ফর্মে থাকা তাসকিন আগেই সুযোগ পেয়েছিলেন টি-টেন লীগে। তবে এবারের আসরে খেলা হচ্ছে না তার।
বিশ্বকাপের আগেই প্লেয়ার্স ড্রাফট থেকে তাসকিনকে দলে ভিড়িয়েছিলো ডেকান গ্ল্যাডিয়েটর্স। তাকে পুরো সময়ের জন্যই পেতে চেয়েছিল তারা। কিন্তু ভারতের বাংলাদেশ সফরের কারনে পুরোটা সময় খেলতে পারবেন না তাসকিন আহমেদ। তাই বাকি সময়টুকুতে বিসিবির অনাপত্তিপত্র থাকা সত্বেও তাকে রিলিজ করে দিয়েছে তার দল ডেকান গ্ল্যাডিয়েটর্স।
এবারের টি-টেন লীগে খেলার কথা ছিল বাংলা টাইগার্সের অধিনায়ক সাকিব আল হাসানসহ নুরুল হাসান সোহান, মুস্তাফিজুর রহমান, মৃত্যুঞ্জয় চৌধুরী ও তাসকিন আহমেদের৷ তাসকিনের এবারের আসরে না খেলা নিশ্চিত হয়ে গেলেও বাকিদের অংশগ্রহণের ব্যাপারটি সময়ই বলে দিবে।