টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভের গ্রুপ-১ এর শেষ ম্যাচে শ্রীলঙ্কাকে হারিয়ে দ্বিতীয় দল হিসেবে সেমিফাইনাল নিশ্চিত করেছে ইংল্যান্ড। আর ইংল্যান্ডের জয়ে গ্রুপ পর্ব থেকেই বিদায় নিতে হলো বর্তমান চ্যাম্পিয়ন ও স্বাগতিক অস্ট্রেলিয়াকে।
অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের উভয়েরই ৩ জয় ও এক ড্রতে সমান ৭ পয়েন্ট হলেও রান রেটে এগিয়ে থেকে সেমিতে চলে গেল ইংলিশরা। এই গ্রুপ থেকে অন্যদল হিসেবে আগেই সেমিফাইনাল নিশ্চিত করে নিউজিল্যান্ড।
সিডনিতে এদিন শ্রীলঙ্কাকে ৪ উইকেটে হারিয়েছে ইংলিশরা। আগে ব্যাট করে নিশাংকার ৫ ছক্কায় ৪৫ বলে ৬৭ রানের উপর ভর করে ২০ ওভারে ৮ উইকেটে ১৪১ রান করে এশিয়ার দেশটি। জবাবে এলেক্স হেলস ও জস বাটলারের ঝড়ো ব্যাটে পাওয়ার প্লেতে ৭০ রান তুলে ইংল্যান্ড। যা এবারের বিশ্বকাপে পাওয়ার প্লেতে সর্বোচ্চ রানের রেকর্ড।
তবে এই জুটি ভাঙ্গার পর দ্রুত আরো ৪ উইকেট হারিয়ে চাপে পড়ে মঈন আলিরা। তবে বেন স্টোকসের অপরাজিত ৪৪ রানে ২ বল বাকি থাকতেই ৪ উইকেটে জয় পায় ইংল্যান্ড।
England defeat Sri Lanka and book their place in the #T20WorldCup semi-finals! ✅ pic.twitter.com/MMvwhv8GVj
— ESPNcricinfo (@ESPNcricinfo) November 5, 2022