ব্রেকিং নিউজঃ এবারের আইপিএলে কলকাতার হয়ে খেলবেন এই বাংলাদেশী ব্যাটার

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের উইকেটকিপার ব্যাটসম্যান লিটন দাসকে কলকাতা নাইট রাইডার্স দলে দেখতে চান ভারতের সাবেক উইকেট কিপার ব্যাটসম্যান রবিন উথাপ্পা। সম্প্রতি জনপ্রিয় ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ইএসপিএন ক্রিকইনফোর বিশ্বকাপের এক টক শোতে এমনটাই কলকাতা নাইট রাইডার্সের হয়ে দুইবার শিরোপা জেতা ক্রিকেটার রবিন উথাপ্পা।

গত দুই নভেম্বর ভারতের বিপক্ষে দুর্দান্ত একটি ইনিংস খেলেছেন লিটন দাস। বাংলাদেশ টি-টোয়েন্টি ক্রিকেট ইতিহাসের দ্বিতীয় দ্রুততম হাফ সেঞ্চুরি তুলে নেন তিনি। মাত্র ২৭ বলে ৬০ রানের দুর্দান্ত একটি ইনিংস খেলেছিলেন লিটন দাস। তবে রানের থেকে রবিন উথাপ্পার মনে ধরেছে লিটন দাসের শর্ট গুলি।

মোহাম্মদ সামি, ভুবেনেশ্বর কুমারের দুর্দান্ত বলেও বাউন্ডারি তুলে নিয়েছিলেন লিটন দাস। যার প্রশংসা ম্যাচের শেষে দলের টপ অর্ডার ব্যাটসম্যান কেএল রাহুল করেছিলেন। তাইতো এবার তার প্রশংসায় ভাসিয়েছেন রবিন উথাপ্পা।

ইএসপিএন ক্রিকইনফোর অনুষ্ঠানে তিনি লিটন দাসের ব্যাটিং নিয়ে বলেন, “লিটন দাসের ব্যাটিংয়ের দারুন কিছু ব্যাপার ছিল। সে বলে লাইনে শট খেলার চেষ্টা করেছে। উইকেট অনেক বাউন্সি ছিল এবং সে তার সর্বোচ্চ সুবিধা কাজে লাগিয়েছে। সে সেইসব জায়গাতে শট খেলেছে যেখানে ৩০ গজ বৃত্তের ভেতরে ফিল্ডাররা ছিল। অনেকটা সূর্যকুমারের মতো। সূর্য এই কাজটা খুব ভাল করে।”

দীর্ঘদিন ধরেই ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএলে কলকাতার হয়ে খেলেছেন ভারতের এই সাবেক ক্রিকেটার। আইপিএলের কলকাতার দলের হয়ে দুইবার চ্যাম্পিয়ন হয়েছেন তিনি। কলকাতার ইতিহাসের সর্বকালের সেরা ক্রিকেটারদের মধ্যে একজন রবিন উথাপ্পা।

তাইতো কলকাতা জার্সিতে লিটন দাসকে দেখতে চান তিনি। “কেকেআরের সবসময়ই একজন ভালো উইকেটরক্ষক ব্যাটারের প্রয়োজন। আমি মনে করি, কলকাতার জন্য সেরা উইকেটরক্ষক ব্যাটার হবেন লিটন দাস। বর্তমানে সে বিশ্বের সেরা একজন ক্রিকেটার।”

You May Also Like