বাংলাদেশ টিমকে চরমভাবে অপমানিত করলেন শেবাগ

InCollage 20221103 184055770

ভারতের সবশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচে ডাকওয়ার্থ লুইস পদ্ধতিতে ৫ রানে হেরে যায় বাংলাদেশ। এই ম্যাচে মূলত আম্পায়ারের ভুল সিদ্ধান্ত ও বৃষ্টির কারণে হারলেও শেবাগ মনে করেন বৃষ্টি না হলে আরো বড় ব্যবধানে হারত বাংলাদেশ।

jwppfOn
jwppfOn
jwppfOn
jwppfOn
jwppfOn

ভারতের দেয়া ১৮৫ রানের লক্ষ্য তাড়া করতে নেমে দারুন শুরু পায় বাংলাদেশ। পাওয়ার প্লে টা অসাধারণ কাজে লাগান লিটন যদিও বৃষ্টির কারণে বদলে যায় ম্যাচের দৃশ্যপট। একসময় এগিয়ে থাকলেও শেষ পর্যন্ত হেরে যায় ম্যাচ টি।

বাংলাদেশের পরাজয়ের পর ক্রিজবাজের এক সাক্ষাৎকারে বাংলাদেশ কে ধুয়ে দেন, পাশাপাশি বলেন আরও বড় পরাজয়ে হারত বাংলাদেশ।

jwppfOn
jwppfOn
jwppfOn
jwppfOn
jwppfOn

বাংলাদেশ কে খোচা দিয়ে তিনি বলেন, ‘সবকিছুই মরার আগে ওড়ে। পাওয়ার প্লেতে বাংলাদেশের ক্ষেত্রেও তাই হয়েছে । সব প্রদীপই একসময় নিভে যায়। আর এটাই হয়েছে। তারা চার রানে (মূলত পাঁচ রানে) জিতেছে শুধুমাত্র বৃষ্টির কারণে, নয়তো ৪০ রানে হারতো। ’

jwppfOn
jwppfOn
jwppfOn
jwppfOn
jwppfOn

শুধু বাংলাদেশেরই নয়, সমালোচনা করেন অধিনায়ক সাকিবের। তিনি মনে করেন দায়িত্বশীল ইনিংস টা সাকিব খেলে নি। এই নিয়ে তিনি বলেন, ‘অধিনায়ককে দায়িত্ব নিয়ে খেলতে হয়। শান্ত আউট হয়ে গেছে, সাকিবও সেই ওভারেই আউট হলো। তারা দ্রুত তিন উইকেট হারিয়েছে, যদি এখানে একটা জুটিও হতো তাদের! এটা এমনও না যে টি-টোয়েন্টিতে আপনার ৫০ রানের জুটি প্রয়োজন। ১০ বলে ২০ রানের জুটি হলেই খেলা বদলে যেতে পারে। ’

jwppfOn
jwppfOn
jwppfOn
jwppfOn
jwppfOn

এরপর তিনি কোহলিকে উদাহরণ হিসেবে টেনে বলেন এভাবে খেলতে না পারলে বক্তব্য দেয়া বন্ধ করা উচিত। আরও যোগ করেন, ‘আমার মনে হয় অধিনায়ক একটা ব্যাপার মিসও করেছেন। তার অভিজ্ঞতা ছিল, দায়িত্ব নিয়ে শেষ অবধি খেলার দরকার ছিল কোহলির মতো। দলকে উদ্ধার করতে না পারলে অর্থহীন বক্তব্য দেওয়া বন্ধ করা দরকার। ’

উল্লেখ্য, ভারতের বিপক্ষে ৫ রানের এই পরাজয়ে ধাক্কা খেয়েছে বাংলাদেশের সেমিফাইনাল স্বপ্ন।

You May Also Like