সাকিবকে ভারতীয় সাংবাদিকের প্রশ্ন; কি নিয়ে এত তর্ক? (ভিডিও)

InCollage 20221103 124233113

টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের বিপক্ষে জয়ের খুব কাছে গিয়েও হৃদয়ভঙ্গের পর সাংবাদিক সম্মেলনে অদ্ভুত সব প্রশ্ন ধেয়ে এসেছিল সাকিবের দিকে। বৃষ্টির পর খেলা শুরুর আগে কিছুটা উত্তেজিত হয়ে তাঁকে আম্পায়ারদের সঙ্গে কথা বলতে দেখা গিয়েছিল সাকিবকে। আর সেই বিষয়টি নিয়েই প্রশ্ন এসেছিল সংবাদ সম্মেলনে সাকিবকে প্রশ্ন করে বসেন এক ভারতীয় সাংবাদিক। তবে সাকিবও তার উত্তর দেন দারুণভাব!

jwppfOn
jwppfOn
jwppfOn
jwppfOn
jwppfOn

চলুন জেনেনি কী হয়েছে সাংবাদিক সম্মেলনে?

সাংবাদিক: বৃষ্টির পর কি আপনি ফের যাতে খেলা শুরু না হয়, সেই চেষ্টা করছিলেন?

সাকিব: আমাদের হাতে কি কোনও সুযোগ ছিল?

সাংবাদিক: না, সেটাই কারণ। আপনি কি ওঁদের (আম্পায়ার) বোঝানোর চেষ্টা করছিলেন?

jwppfOn
jwppfOn
jwppfOn
jwppfOn
jwppfOn

সাকিব: কাকে বোঝানোর (চেষ্টা করছিলাম)?

সাংবাদিক: আম্পায়ার এবং রোহিত শর্মাকে।

সাকিব: আম্পায়ারকে কি বোঝানোর ক্ষমতা আছে আমার?

সাংবাদিক: তাহলে আপনি কি বাংলাদেশের নদী নিয়ে আলোচনা করছিলেন?

jwppfOn
jwppfOn
jwppfOn
jwppfOn
jwppfOn

সাকিব: (বুঝতে পারেননি প্রশ্ন, নিরুত্তর থাকেন)।
সাংবাদিক: আপনি কি বাংলাদেশের নদী বা অন্য কিছু নিতে আলোচনা করেছিলেন? আপনি কী বলছিলেন? দয়া করে সেটার ব্যাখ্যা করতে পারবেন?

সাকিব: এবার আমি ঠিক প্রশ্ন করছেন। দুই দলের অধিনায়ককে ডেকেছিলেন আম্পায়ার এবং লক্ষ্যমাত্রা, কত ওভার বাকি ও খেলার নিয়ম বলছিলেন।

সাংবাদিক: এটাই এবং আপনারা সেটা মেনে নিয়েছিলেন?

jwppfOn
jwppfOn
jwppfOn
jwppfOn
jwppfOn

শাকিব: হ্যাঁ।

সাংবাদিক: দারুণ। ধন্যবাদ।

উল্লেখ্য, বুধবার অ্যাডিলেডে প্রথমে ব্যাট করে ২০ ওভারে ৬ উইকেটে ১৮৪ রান তোলে ভারত। রান তাড়া করতে নেমে দুর্দান্ত শুরু করে বাংলাদেশ। লিটনের রেকর্ড গড়া ফিফটির সৌজন্যেই সাত ওভারে বিনা উইকেটে ৬৬ রান তুলে বাংলাদেশ। কিন্তু তারপরই বৃষ্টি নামে। ডাকওয়ার্থ লুইস নিয়ম অনুযায়ী দেখা গিয়েছিল, ওই সময় খেলা বন্ধ গেলে বাংলাদেশ ১৭ রানে জিতে যেত।

jwppfOn
jwppfOn
jwppfOn
jwppfOn
jwppfOn

কিন্তু সেটা হয়নি। বরং ১৬ ওভারে বাংলাদেশের লক্ষ্যমাত্রা দাঁড়ায় ১৫১ রান। সেই পরিবর্তিত লক্ষ্যমাত্রা নিয়ে খেলা শুরুর আগে বাউন্ডারির বাইরে আম্পায়ারদের সঙ্গে কিছুটা উত্তেজিতভাবে কথা বলতে দেখা গিয়েছিল সাকিবকে। অনেকের ধারণা ছিল, ম্যাচটা যাতে শুরু না হয়, সেই চেষ্টা করছিলেন বাংলাদেশের অধিনায়ক। সেই বিষয় নিয়েই সাংবাদিক বৈঠকে প্রশ্ন ধেয়ে আসে।

দেখুন ভিডিওটি –
।https://twitter.com/QuickrOlx/status/1587882496766656514

You May Also Like