এখনো সেমিফাইনালে খেলার সুযোগ আছে বাংলাদেশের; দেখুন সমীকরন

InCollage 20221103 123728256

ভারতের বিপক্ষে হারের পর অনেকটাই কঠিন হয়ে গেছে টাইগারদের সেমিতে খেলার আশা৷ তবে এখনো শেষ হয়নি আশা৷ যেহেতু গ্রুপ-২ এ কেউই এখনো সেমিফাইনাল নিশ্চিত করতে পারেনি তাই সমীকরণ মিলিয়ে সুযোগ আছে সাকিব আল হাসানের দলও।

jwppfOn
jwppfOn
jwppfOn
jwppfOn
jwppfOn

দেখুন যে দুটি সমীকরণে সেমিতে যেতে পারে বাংলাদেশ-

সমীকরণ — ১
যদি আগামী ৩ নভেম্বর এবং ৬ নভেম্বর পাকিস্তান ও নেদারল্যান্ডসের কাছে দক্ষিণ আফ্রিকা হেরে যায়, তখন প্রোটিয়াদের পয়েন্ট ৫-এ থাকবে। এবার বাংলাদেশ যদি ৬ নভেম্বর পাকিস্তানকে হারাতে পারে, তাহলে ৬ পয়েন্ট নিয়ে সেমির টিকিট পেয়ে যাবে সাকিবের দল।

jwppfOn
jwppfOn
jwppfOn
jwppfOn
jwppfOn

যদি প্রোটিয়ারা একটি অথবা উভয় ম্যাচে জিতে যায় তাহলে-

সমীকরণ — ২

এজন্য আগামী ৬ নভেম্বর ভারত-জিম্বাবুয়ে ম্যাচে জিম্বাবুয়ের জয়ের দিকে চেয়ে থাকতে হবে। তখন ভারতের পয়েন্ট থাকবে ৬। এবার বাংলাদেশ যদি ৬ নভেম্বর পাকিস্তানকে বড় রানের ব্যবধানে হারাতে পারে, তাহলে ৬ পয়েন্ট এবং বেশি রানরেট নিয়ে বাংলাদেশ চলে যাবে সেমিফাইনালে। তখন বাদ পড়বে ভারত।

jwppfOn
jwppfOn
jwppfOn
jwppfOn
jwppfOn

তবে সমীকরণ যাই হোক, আগামী ৬ নভেম্বর বাংলাদেশকে অবশ্যই পাকিস্তানের বিপক্ষে জিততে হবে। শুধু জয় নয় রানরেটের কথাও সাকিবদের মাথায় রেখে বড় রানে জয় পেতে হবে। তবে দক্ষিণ আফ্রিকা যে কোনো ম্যাচে এবং ভারত জিম্বাবুয়ের বিপক্ষে জিতে গেলে কোনো সমীকরণ ছাড়াই সেমিতে যাবে ভারত ও দক্ষিণ আফ্রিকা।

বর্তমানে ৪ ম্যাচ খেলে ৬ পয়েন্ট নিয়ে ‘বি’ গ্রুপের শীর্ষে রয়েছে ভারত (রানরেট +০.৭৪৬), ৩ ম্যাচ খেলে ৫ পয়েন্ট নিয়ে দ্বিতীয় দক্ষিণ আফ্রিকা (রানরেট +২.৭৭২) এবং ৪ ম্যাচ শেষে ৪ পয়েন্ট নিয়ে তৃতীয় অবস্থানে বাংলাদেশ (রানরেট -১.২৮২)।

You May Also Like