ব্রেকিং নিউজ : বাংলাদেশের বিপক্ষে ম্যাচের আগে ভারত শিবিরে দুঃসংবাদ

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৫ উইকেটে হেরেছে ভারত। হারের ম্যাচে একটি ‍দুঃসংবাদও পেয়েছে টিম ইন্ডিয়া। ইনজুরিতে পড়েছেন দলের হার্ডহিটার ব্যাটার দিনেশ কার্তিক। প্রোটিয়াদের বিপক্ষে ম্যাচে শেষ কয়েকটি ওভারে কিপিংও করতে পারেননি তিনি।

কার্তিকের পরিবর্তে পরে ভারতের হয়ে কিপিং করেন ঋশভ পন্ত। সমর্থকদের প্রশ্ন- বাংলাদেশসহ বাকি ম্যাচগুলোতে কার্তিককে পাওয়া যাবে তো? সেই উত্তর দিয়েছেন ভুবনেশ্বর কুমার। ভারতীয় পেসার বলেন, ‘পিঠে সমস্যা রয়েছে কার্তিকের। ম্যাচের পর আর ওর সঙ্গে দেখা হয়নি। হোটেলে ফিরে কথা বলব ওর সঙ্গে। ফিজিও কী বলছে সেটাও জানতে হবে।’

বিশ্বকাপে এখনও পর্যন্ত সেভাবে ব্যাট হাতে রান পাননি কার্তিক। উইকেটের পেছনে দলকে ভরসা দিচ্ছিলেন। যদিও নেদারল্যান্ডসের বিপক্ষে বেশ কিছু সহজ সুযোগ মিস করেন তিনি। সেই কারণে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে নামার আগে আলাদা করে অনুশীলন করেন কার্তিক। উইকেটের পেছনে তিনি যাতে নিজের সেরাটা দিতে পারেন, সে দিকে নজর দিয়েছেন রাহুল দ্রাবিড়রা।

পিঠে চোট পাওয়া কার্তিক বাংলাদেশের বিপক্ষে ২ নভেম্বর খেলতে পারবেন কি না তা স্পষ্ট নয়। ভারতীয় দলে ঋশভ পন্ত থাকায় যদিও উইকেটকিপিং নিয়ে চিন্তা করতে হবে না ভারতকে। দিল্লির বাঁ হাতি ব্যাটার নেটেও অনুশীলন করছেন নিয়মিত। এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে এখনও প্রথম একাদশে খেলেননি তিনি। রবিবার উইকেটকিপিং করতে দেখা গেছে তাকে।

প্রসঙ্গত, লো স্কোরিং হলেও রোমাঞ্চে ভরপুর ছিল ভারত বনাম দক্ষিণ আফ্রিকার ম্যাচটি। যেখানে দাপট দেখিয়েছেন দক্ষিণ আফ্রিকার লুঙ্গি এনগিদি, এইডেন মারক্রাম, ডেভিড মিলার ও ভারতের সূর্যকুমার, আর্শদীপ সিংরা। ভারতের ১৩৩ রানের জবাব দক্ষিণ আফ্রিকা দিয়েছে ২ বল হাতে রেখে। ২৯ রান খরচায় ৪ উইকেট নিয়ে ম্যাচসেরা হয়েছেন লুঙ্গি এনগিদি।

You May Also Like