চমক দিয়ে ভারতের বিপক্ষে ম্যাচের জন্য শক্তিশালী একাদশ ঘোষণা করলো বাংলাদেশ

inCollage 20211010 010510788

২০২২ টি-টোয়েন্টি বিশ্বকাপ: চলমান টি-২০ বিশ্বকাপে অতিতের সব রেকর্ড ভেঙে দিয়েছে বাংলাদেশ। দীর্ঘ ১৫ বছর পর টি-২০ বিশ্বকাপের মুল পর্বে জয় পেয়েছে বাংলাদেশ। নিজেদের প্রথম ম্যাচে নেদারল্যান্ডসকে হারায় বাংলাদেশ। কিন্তু ২য় ম্যাচ দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বিশাল ব্যবধানে হারে টাইগাররা। তবে পরের ম্যাচেই জিম্বাবুয়েকে হারিয়ে টি-২০ বিশ্বকাপে ইতিহাস লিখে ফেলে বাংলাদেশ। নিজেদের টি-২০ ক্রিকেট ইতিহাসে বিশ্বকাপে মুল পর্বে ২য় জয় পায় বাংলাদেশ।

jwppfOn
jwppfOn
jwppfOn
jwppfOn
jwppfOn

তাই অনেক ভক্ত সমর্থক একবুক আশা বেঁধে বসে আছেন যে বাংলাদেশ সেমিফাইনাল খেলতে পারে। তবে সেইটা সম্ভব হবে যদি বাংলাদেশ ভারত ও পাকিস্তানকে হারাতে পারে তাহলে। যা বাংলাদেশের জন্য অনেক কঠিন।

jwppfOn
jwppfOn
jwppfOn
jwppfOn
jwppfOn

বাংলাদেশের পরিবর্তি ম্যাচ ভারতের বিপক্ষে। ভারত ইতি মধ্যে তিন ম্যাচে বাংলাদেশের সমান দুই জয় নিয়ে রান রেটে এগিয়ে থেকে পয়েন্ট টেবিলে ২য় স্থানে আছে। অন্য দিকে বাংলাদেশ সমান পয়েন্ট নিয়ে রান রেটে পিছিয়ে থাকার পয়েন্ট টেবিলে ৩য় স্থানে আছে। আগামী ২ নভেম্বর বাংলাদেশ সময় ম্যাচটি শুরু হবে দুপুর ২টায়। তবে এর আগের ম্যাচ গুলোতে বাংলাদেশের খেলা শুরু হয়েছিল সকাল ৯টায়।

jwppfOn
jwppfOn
jwppfOn
jwppfOn
jwppfOn

এখন সবার মনে একটাই প্রশ্ন ভারতের বিপক্ষে বাংলাদেশের একাদশ কেমন হতে পারে। তবে সব কিছু ঠিক থাকলে ইউনিং কম্বিনেশন ভাঙবে না টিম ম্যানেজমেন্ট। ফলে ভারতের বিপক্ষে বাংলাদেশ একাদশে কোনো পরিবর্তন হবে না।

jwppfOn
jwppfOn
jwppfOn
jwppfOn
jwppfOn

বাংলাদেশের সম্ভাব্য একাদশ : সৌম্য সরকার, নাজমুল হোসেন শান্ত, লিটন দাস, সাকিব আল হাসান, আফিফ হোসেন, নুরুল হাসান সোহান, ইয়াসির আলি রাব্বি, মোসাদ্দেক হোসেন সৈকত, মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ।

টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য বাংলাদেশের চূড়ান্ত স্কোয়াড : সাকিব আল হাসান (অধিনায়ক), নাজমুল হোসেন, সৌম্য সরকার, লিটন দাস, আফিফ হোসেন, ইয়াসির আলী, মোসাদ্দেক হোসেন, নুরুল হাসান (উইকেট কিপার, সহ-অধিনায়ক), মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ, শরীফুল ইসলাম, নাসুম আহমেদ ও ইবাদত হোসেন।

You May Also Like