এমন একজন ক্রিকেটারকে প্রশংসায় ভাসালেন অধিনায়ক সাকিব

জিম্বাবুয়ের বিপক্ষে নাটকীয় ম্যাচে তিন রানের এক অবিশ্বাস্য জয় পেয়েছে বাংলাদেশ! তবে ম্যাচের নাটকের মোর ছিল এতটাই বেশি, যা ছাড়িয়ে যেতে পারে যে কোন গল্প উপন্যাস কেও!

টস জিতে আগে ব্যাট করতে নামা বাংলাদেশ সংগ্রহ করে ১৫০ রান। যেখানে বাংলাদেশের হয়ে প্রায় অর্ধেক রান করেন শান্ত, তার ব্যাটে আসে ৭১ রান। লক্ষ্যটা তত বড় ছিল না প্রতিপক্ষের জন্য।

লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই ৪ উইকেট হারিয়ে চাপে পড়ে তারা, তবে জিম্বাবুয়ে কে ম্যাচে ফেরান সিন উইলিয়ামস। তার ৬৪ রানেই ঘুরে যায় ম্যাচের মোড়, তবে নাটক ছিল শেষ ওভারের শেষ বল কে কেন্দ্র করে।

সেখানে তাদের প্রয়োজন ছিল ৫ রান, প্রথমে ডট বল করেন মোসাদ্দেক, স্ট্যাম্পিং করেন সোহান। বাংলাদেশ জিতে যায় চার রানে, খেলোয়াররাও মাঠ ছেড়ে চলে যান। তবে রিভিউতে দেখা যায় সোহানের হাত ছিল স্টাম্পের সামনে, তাতে নো বল পায় জিম্বাবুয়ে।

খেলা শেষ হয়ে যাওয়ার পরেও, আবারও ব্যাটিং করতে আসে তারা, তখন প্রয়োজন ছিল চার রানের। তবে সেখানে দারুন একটি বল করেন মোসাদ্দেক। তাতে তিন রানের এক অবিশ্বাস্য জয় পায় বাংলাদেশ। গত ৭ আসরে যেখানে মূল পর্বের খেলায় জয় পায় মাত্র একবার সেখানে এবার ৩ ম্যাচ শেষেই বাংলাদেশের জয়ের সংখ্যা দুই!

ম্যাচ শেষে সাকিব বলেন, ২০তম ওভারের ৫ম বলে সোহান একটি স্ট্যাম্পিং করেন। আমি তখনই ওকে সতর্ক করে বলেছিলাম বল তালুবন্দি করার ক্ষেত্রে সতর্ক থাকতে। তবুও সে শেষ বলে এই ভুল কিভাবে করলো সেটা আমার বিশ্বাসই হচ্ছিল না। সাকিব আরও বলেন, এরপর আমি শেষ বলের আগে মোসাদ্দেকের সঙ্গে কথা বলতে যাই। ও আমাকে আস্বস্ত করে সবকিছু নিয়ন্ত্রনে আছে। কিন্তু তবুও আমি খুব চিন্তিত ছিলাম।

সাকিব মনে করেন ম্যাচের টার্নিং পয়েন্ট ছিল সেই রান আউট। অধিনায়ক বলেন, আমি মনে করি ম্যাচের গুরুত্বপূর্ন মোমেন্ট ছিল উইলিয়ামসের রান আউট। তবে মোসাদ্দেককেও কৃতিত্ব দিতে হয়। সে শেষ ওভারে তার কাজটা করতে পেরেছে।

You May Also Like