
শেষ ওভারে লাগতো ১৬ রান। প্রথম বলে রায়ান বার্ল একটি রান নেন লেগ বাই থেকে। দ্বিতীয় বলে ব্র্র্যাড ইভান্সকে আফিফ হোসেনের ক্যাচ বানান মোসাদ্দেক হোসেন। নতুন ব্যাটসম্যান রিচার্ড এনগারাভার হাতে লেগে চার। চতুর্থ বলে ছয় মারেন তিনি। শেষ দুই বলে লাগতো ৫ রান। পঞ্চম বলে স্টাম্পিং হন এনগারাভা। ব্লেসিং মুজারাবানি স্ট্রাইকে ছিলেন, তিনিও ছয় মারতে গিয়ে স্টাম্পিং হন। ৪ রানের জয় নিশ্চিত করে মাঠ থেকে উঠে যান খেলোয়াড়রা।





কিন্তু ভিডিও রিপ্লেতে দেখা যায় বল স্টাম্প পেরোনোর আগেই নুরুল হাসান সোহান বল ধরে স্টাম্পিং করেন, যা আইসিসির আইন অনুযায়ী নো বল। উদযাপন করতে করতে মাঠ ছাড়া বাংলাদেশকে আবার মাঠে নামতে হয়। চরম নাটকীতায় মোড় নেই উত্তেজনাকর এই ম্যাচ।
তাই আবার বোলিংয়ে নেমে জিম্বাবুয়ের শেষ বলে লাগতো ৪ রান। এবার ব্যাটই ছোঁয়াতে পারেননি মুজারাবানি। আর রোমাঞ্চকর ম্যাচে ৩ রানে জয় পায় বাংলাদেশ।
What dafuq! @Lubabalo_GN remember what I said kuwe about ball collection? #BANvZIM pic.twitter.com/1IDaFgVApU
— It's Yanda, not Yanda, or Yanda 🇿🇦🇬🇭 (@I_Am_Yanda) October 30, 2022
Bizarre scenes. Teams have shaken hands but are now going back out after final delivery was called a free hit. Game is still alive. #T20WorldCup #BANvZIM pic.twitter.com/bvSoS1veqD
— Liam (@LiamJClarkson) October 30, 2022