গ্রুপ পর্ব থেকেই বিদায় অস্ট্রেলিয়ার; কেমন হবে সেমির সমীকরণ

অস্ট্রেলিয়ায় চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপের ‘বড় খেলোয়াড়’ হয়ে উঠেছে বৃষ্টি। একের পর এক ভেসে যাচ্ছে। শুক্রবারের দুটি ম্যাচই পরিত্যক্ত হয়েছে বৃষ্টিতে। যার মাঝে আঝে ইংল্যান্ড-অস্ট্রেলিয়ার হাইভোল্টেজ ম্যাচ। এই ম্যাচটা পরিত্যক্ত হওয়ায় সেমিতে ওঠার লড়াই আরও জমে গেছে। ইতোমধ্যেই ‘গ্রুপ ১’ থেকে সেমির লড়াইয়ে এগিয়ে আছে নিউজিল্যান্ড। অন্য জায়গাটি দখলে লড়াই করছে বাকি দলগুলো।

‘গ্রুপ ১’ এর বড় দলগুলোর মাঝে সবচেয়ে নড়বড়ে অবস্থায় আছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া। কারণ অজিদের নেট রান রেট বর্তমানে -১.৫৫৫। যা অন্য দলগুলোর তুলনায় তাদের নেট রানরেট অনেকটাই কম। তবে ইংল্যান্ডের হাল কিছুটা হলেও ভালো।

আয়ারল্যান্ডের কাছে পরাজয় এবং অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচ ভেস্তে যাওয়ার পরেও তাদের নেট রানরেট যথেষ্ট পজিটিভ (০.২৩৯) আছে। তাদের পরের দুই ম্যাচ নিউজিল্যান্ড আর শ্রীলঙ্কার বিপক্ষে। এ কারণে আরও বিপদে পড়ে গেছে বিশ্বচ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া।

সমীকরণ বলছে, সেমিতে যেতে হলে অস্ট্রেলিয়াকে পরের দুই ম্যাচ জিততেই হবে। সেটাও বড় ব্যবধানে। অস্ট্রেলিয়ার পরবর্তী দুই প্রতিপক্ষ হলো আয়ারল্যান্ড আর আফগানিস্তান। দুটি দলই তুলনামূলকভাবে অস্ট্রেলিয়ার চেয়ে দুর্বল কিন্তু বিপজ্জনক।

তাছাড়া টি-টোয়েন্টিতে বড় দল ছোট দল বলে কিছু থাকে না। যার প্রমাণ এই বিশ্বকাপেই বারবার দেখা যাচ্ছে। ‘গ্রুপ-১’ এ অস্ট্রেলিয়ার চেয়ে নেট রানরেটে এগিয়ে আছে আয়ারল্যান্ড (-১.১৬৯)। যদি তারা কোনো অঘটন ঘটিয়ে দেয়, তাহলে তো অজিদের সেমির স্বপ্ন শেষ।

২৯ অক্টোবর নিউজিল্যান্ড বনাম শ্রীলঙ্কা ম্যাচটা হয়ে যাওয়া পর সেমিফাইনালে ওঠার লড়াইটা আরও পরিষ্কার হয়ে যাবে। যদি নিউজিল্যান্ড জেতে, তাহলে ভালো রানরেটের (বর্তমানে ৪.৪৫০) কারণে তাদের সেমিফাইনাল প্রায় পাকা হয়ে যাবে। এরপর তাদের সামনে আয়ারল্যান্ড এবং ইংল্যান্ড ম্যাচ।

আশা করা হচ্ছে, এবার অস্ট্রেলিয়া, ইংল্যান্ড এবং শ্রীলঙ্কার মধ্যে দ্বিতীয় সেমিফাইনালিস্টের জায়গা পাকা করতে একটি ত্রিমুখী লড়াই দেখা যাবে। তবে এক্ষেত্রে বৃষ্টিও বড় ভূমিকা রাখবে। অনেক হিসাবই বদলে যাবে বৃষ্টিতে!

You May Also Like