সুপার কম্পিউটারের ভবিষ্যৎবানী; কাতার বিশ্বকাপ জিতবে কোন দেশ!

বেঁজে উঠেছে কাতার ফুটবল বিশ্বকাপ ২০২২ এর দামামা। এদিকে বিশ্বজুড়ে চলছে নানান আলোচনা ও সমালোচনা। কোন দল জিতবে বিশ্বকাপ আর কোন তারকার হাতে উঠবে এই সোনালী ট্রফি।

এদিকে কাতার বিশ্বকাপের এবারের আসরে ফেবারিট না হলেও চমকে দিতে পারে ক্রিশ্চিয়ানো রোনালদোর পর্তুগাল। আর এই দলটিরই এবার ফাইনাল খেলার সম্ভাবনা দেখছে সুপার কম্পিউটার।
প্রতিটা বিশ্বকাপের আগেই ভবিষ্যদ্বাণী করে সুপার কম্পিউটার। ব্যতিক্রম নয় এবারও। সুপার কম্পিউটার বলছে ফাইনাল খেলবে পর্তুগাল।

তবে ফাইনাল খেললেই যে শিরোপা জিততে পারবে এমনটা নয়। ফাইনালে রোনালদোর চিরপ্রতিদ্বন্দ্বী লিওনেল মেসির আর্জেন্টিনার কাছে হেরে স্বপ্ন ভঙ্গ হবে পর্তুগালের। এমনটিই জানিয়েছে সুপার কম্পিউটার।

উল্লেখ্য, কাতার বিশ্বকাপের এবারের আসরে ফেবারিট কারা? কাদের হাতে উঠতে পারে শিরোপা? কারা খেলতে পারে বিশ্বকাপের ফাইনাল? এমন অনেক ভবিষ্যদ্বানী চলছে।

কেউ এগিয়ে রাখছে ব্রাজিলকে, কেউ এগিয়ে রাখছে আর্জেন্টিনাকে, কেউ এগিয়ে রাখছে জার্মানী কিংবা ফ্রান্সকে। তবে সুপার কম্পিউটার এগিয়ে রাখছে মেসির আর্জেন্টিনাকেই।

সুপার কম্পিউটারের ভবিষ্যদ্বানী অনুযায়ী, এবারের বিশ্বকাপের ফাইনালে মুখোমুখি হবে লিওনেল মেসির আর্জেন্টিনা এবং ক্রিশ্চিয়ানো রোনালদোর পর্তুগাল। সেই ফাইনালে পর্তুগালকে হারিয়ে শিরোপা উঠবে মেসির আর্জেন্টিনা হাতে।

You May Also Like