
বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়েছে অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের মধ্যকার দ্বিতীয় ম্যাচটিও। মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে দুই পরাশক্তির ম্যাচটি শেষ পর্যন্ত মাঠে গড়ালো না। ফলে সমান ১ পয়েন্ট ভাগাভাগি করে নিয়েছে দুই দল।





নিউজিল্যান্ডের কাছে বড় ব্যবধানের হার দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া। তবে দ্বিতীয় ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে দারুণ জয়ে ঘুরে দাঁড়িয়েছে অ্যারন ফিঞ্চের দল। দু’পয়েন্ট নিয়ে টেবিলের পাঁচে অবস্থান অজিদের।
অপরদিকে আফগানদের বিপক্ষে জয় দিয়ে আসর শুরু করা ইংলিশরা সবশেষ ম্যাচে হেরে গেছে আইরিশদের কাছে। ডি/এল মেথডে ৫ রানের হার ছিল ইংল্যান্ডের। শেষ চারের আশা বাঁচিয়ে রাখতে হলে দু’দলেরই জয় প্রয়োজন।





অস্ট্রেলিয়া দলের সম্ভাব্য একাদশ:
ডেভিড ওয়ার্নার, অ্যারন ফিন্স, গ্ল্যান ম্যাক্সওয়েল, মিশেল মার্ক, ম্যাথু ওয়েড, মার্কাস স্টোইনিস, টিম ডেভিড, অ্যাস্টন অ্যাগার, প্যাট কামিন্স, মিচেল স্টার্ক ও জশ হ্যাজলউড
ইংল্যান্ডের সম্ভাব্য একাদশ:
জস বাটলার, অ্যালেক্স হেলস, ডেভিড মালান, হ্যারি ব্রুকস, বেন স্টোক, লিয়াম লিভিংস্টোন, মঈন আলি, আদিল রশিদ, ক্রিশ ওকস, মার্ক উড ও সাম কুরাস।