ব্রেকিং নিউজ : এবারের বিপিএলে রংপুর রাইডারসের দলে বিদেশীদের চমক

জিম্বাবুয়ে ৬ বছর পর আবারও কোনো আইসিসি ইভেন্টে খেলছে, তাতে তার অবদান অসামান্য। সেই টুর্নামেন্টের প্রথম রাউন্ডের বৈতরণী পার করে সেরা ১২তে খেলছে দলটি, সিকান্দার রাজা হাত এখানেও কম নয়। সেই সিকান্দার রাজার হাত ধরে এবার পাকিস্তানকেও হারিয়েছে আফ্রিকার দলটি। এরপরই জানা গেল, এবারের বিপিএলে খেলবেন তিনি। রংপুর রাইডার্স গত রাতে ঘোষণা দিয়ে জানিয়েছে, এবারের বিপিএলে জিম্বাবুয়ের তারকা অলরাউন্ডার খেলবেন তাদের দলে।

নবম বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) আসরের দিনক্ষণ চূড়ান্ত হয়েছে ইতোমধ্যে। শুরু হবে আগামী বছরের জানুয়ারির প্রথম সপ্তাহে। এখন থেকেই তোড়জোড় শুরু হয়ে গেছে বিপিএল ফ্র্যাঞ্চাইজিগুলোর। দল গুছিয়ে নিচ্ছে আগেভাগেই। সেই তালিকায় সবশেষ ক্রিকেটার হিসেবে নাম যুক্ত হয়েছে তারকা অলরাউন্ডার সিকান্দার রাজার। জিম্বাবুইয়ান এই ক্রিকেটার খেলবেন রংপুর রাইডার্সের হয়ে।

রাজার যোগদানের খবর গতকাল বৃহস্পতিবার রংপুর রাইডার্স তাদের অফিসিয়াল ফেসবুক পোস্টের মাধ্যমে নিশ্চিত করেছে। সেখানে তারা লিখেছে, ‘জিম্বাবুয়ে থেকে একজন সুপারস্টারের আসছেন। সিকান্দার রাজার নাম ঘোষণা করতে পেরে আমরা রোমাঞ্চিত। রংপুর রাইডার্স পরিবারে স্বাগতম।’

এর আগে একের পর এক পাকিস্তানি ক্রিকেটারকে দলে ভিড়িয়ে চমক দিয়েছিল একবারের শিরোপাজয়ী এই দলটি। শোয়েব মালিক, মোহাম্মদ নওয়াজ এবং পেসার হারিস রউফ নিজেদের দলে ভিড়িয়েছিল তারা।

তারও আগে এবারের আসরে সর্বপ্রথম আনুষ্ঠানিকভাবে বিপিএলের লোগো উন্মোচন করেছিল সিলেট সিক্সারস। রাজধানীর অভিজাত এক হোটেলে সিলেট দল ঘোষণা করেছে তাদের আইকন ক্রিকেটারসহ কোচিং স্টাফদের নাম। সিলেটের আইকন হিসেবে রয়েছেন সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা।

You May Also Like