আফ্রিকার বিপক্ষে হারের পর বিসিবিকে গুতা মারলেন মুশফিক

InCollage 20221028 150436778

সাউথ আফ্রিকার সাথে লজ্জাজনক ভাবে হারের পর এক আলোচনা সভায় নানা ধরনের কথা বলেছেন মুশফিক। তাকে বাংলাদেশ দলের সমস্যা কোথায় এবং সেটা কিভাবে ওভারকাম করা

jwppfOn
jwppfOn
jwppfOn
jwppfOn
jwppfOn

যায় সেই বিষয়ে তাকে প্রশ্ন করা হয়। তার জবাবে তিনি বলেন টি-২০ ক্রিকেট ফরমেট এক মর্ডান ক্রিকেটে পরিণত হয়েছে। যেখানে আলাদা আলাদা ব্যাটিং কোচ, বোলিং কোচ, ফিল্ডিং কোচ,

টেকনিক্যাল কোচ নিয়োগ করা আছে। তিনি আরো বলেন প্রত্যেকটা টিমে এখন আলাদা আলাদা এনালাইসিস,মেন্টর আছে। তিনি আরো বলেন প্রত্যেকটা প্লেয়ারের মধ্যে প্রচেষ্টা থাকা দরকার

jwppfOn
jwppfOn
jwppfOn
jwppfOn
jwppfOn

যাদে তারা ওভারকাম করতে পারে। প্লেয়াররা যদি সবাই ৫%,১০%,১৫% করে ইমপ্রুভ করে তখন ওই দল সব ধরনের এবেলিটি হয়ে যাবে। আমাদের স্ট্রইকরেট ঠিক রেখে আমাদের মাঠে থাকতে

হবে আত্মবিশ্বাস হারানো যাবে না। মুশফিক বলেন আমরা পাওয়ার হিটিংয়েরে এর কথা বলি আসলো আমরা পাওয়ার হিটিং করতে যেয়ে আমাদের মূল শক্তি থেকে সরে যাচ্ছি। আমাদের উচিত

এই দিকগুলো খেয়াল করা। এবং তিনি বলেন আমাদের মারের গতি বাড়াতে হবে আমাদের প্যাকটিস বাড়াতে হবে তাহলেই ভালো কিছু করা সম্ভব। তাকে বাংলাদেশের বর্তমান ব্যাটিং অবস্থা

জানতে চায়লে সে বলেন আমাদের ব্যাটিংদের ধারাবাহিকতা আনতে হবে। হটাৎ একজন খেললো এমন করা যাবে না আমারদের সবার মধ্যে দার্য়িত বাড়াতে হবে।

You May Also Like