লজ্জাজনক হারের পর বিসিবিকে ধুয়ে দিলেন অধিনায়ক সাকিব

প্রথম ম্যাচে দীর্ঘ ১৫ বছর পর টি-টোয়েন্টি বিশ্বকাপের মূল পর্বে জয়ের পর এবারের টুর্নামেন্টে বড় কিছুর আশা জাগিয়েছিল বাংলাদেশ। তবে পরের ম্যাচে এসেই আবারও পুরনো ছন্দে ফিরল বাংলাদেশ। ১০৪ রানের বিশাল ব্যবধানে দক্ষিণ আফ্রিকার সাথে হেরেছে বাংলাদেশ। প্রথমে বোলিংয়ের নেমে খুব একটা সুবিধা করতে পারেনি বাংলাদেশ। এরপর ব্যাটিংয়ে হয়েছে আসা যাওয়ার মিছিল।

ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে তাই বিষণ্ণ অধিনায়ক। বড় রান তাড়া করতে গিয়ে কেন এরকম বাজে ব্যাটিং জবাব নেই সাকিবের কাছেও। তবে সাকিব এক সাংবাদিকের প্রশ্নের জবাবে বললেন হয়ত বিশ্বাসই ছিলনা দলের যে তারা এই রানও তাড়া করতে পারবেন৷ ঘরোয়া ক্রিকেটকে দুষে তিনি বলেন,

“ ব্যাটিং না ভালো করার একটা হারের কারণ হতে পারে। আমরা ঘরোয়া ক্রিকেটেও কখনো এরকম বড় রান তাড়া করে জিতিনি। অনান্য দল টি-টোয়েন্টি ১৭০, ১৮০, ২০০ তাড়া করতে পছন্দ করে৷ এসব যায়গায় আমরা খুব একটা অভ্যস্ত না।”

নিজের বোলিং নিয়ে প্রশ্ন করা হলে সাকিব বলেন, “ আমার কাছে মনে হয় না খুব বেশি একটা খারাপ বোলিং করেছি। রুশো বাদে আর কেউই বাউন্ডারি মারতে পারেনি আমাকে। রুশো আমাদের কোন বোলারকেই ফেস করতে সমস্যা বোধ করেনি, তো আমি আমার বোলিং নিয়ে চিন্তিত না।”

তবে এই হারেও সাকিব সব কিছুর সমাপ্তি দেখছেন না। বাকি তিনটি ম্যাচে নতুন পরিকল্পনা করে মাঠে নামতে চান তিনি। তুলতে চান জয়ও।

You May Also Like