
এবার নেদারল্যান্ডসের বিপক্ষে ম্যাচকে সামনে রেখে গত মঙ্গলবার ২৫ অক্টোবর সিডনি ক্রিকেট গ্রাউন্ডে (এসসিজি) অনুশীলন করে ভারতীয় ক্রিকেট দল। অনুশীলন শেষে টিম ইন্ডিয়ার জন্য এসসিজি যে মধ্যাহ্নভোজের ব্যবস্থা করে তা পছন্দ হয়নি ভারতীয় দলের। সে জন্য স্টেডিয়ামে না খেয়ে হোটেলে ফিরে যায় তারা।





এদিকে ভারতীয় দলের কয়েক জন ক্রিকেটার মাংসের টুকরো মুখে দিয়ে দেখেন, তা প্রচণ্ড ঝাল। দলের জন্য যে পরিমাণ খাবার রাখা হয়েছিল, তা অপর্যাপ্ত ছিল বলেও অভিযোগ ওঠে। এছাড়াও ক্রিকেটারদের নিজেদের স্যান্ডউইচ নিজেরা তৈরি করে খেতে বলা হয়। তাতেই মেজাজ হারান রোহিত, কোহলিরা। অভিযোগ করে আইসিসির কাছে।





এবার ঐতিহাসিক এসসিজির অব্যবস্থাপনার শিকার বাংলাদেশ দল। সুপার টুয়েলভের দশম ম্যাচে আজ ২৭ অক্টোবর দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হয় টাইগাররা। ম্যাচ চলাকালীন বাংলাদেশ দলকে সিডনি ক্রিকেট গ্রাউন্ডের আসল ড্রেসিংরুম না দেয়ার অভিযোগ পাওয়া যায়।





এ বিষয়ে বাংলাদেশ দলের এক কর্মকর্তা মাঠে উপস্থিত সাংবাদিকদের বলছিলেন, ‘আমাদের ক্রিকেটের মূল ড্রেসিংরুম ব্যবহার করতে দেয়া হয়নি। দেয়া হয়েছে রাগবির (এ মাঠে রাগবি, ফুটিও খেলা হয়) ড্রেসিংরুম, যেখান থেকে খেলাটা দেখাই যায় না। খেলা দেখতে হয়েছে ডাগআউটে বসে।’
শুধু তাই নয় ম্যাচ শেষে ড্রেসিংরুমের পার্কিংয়ে অনেকটা সময় অপেক্ষা করতে হয় টাইগারদের। তাদের হোটেলে নিতে টিম বাসও আসে দেরি করে। আবার ওই মাঠে ভারত–নেদারল্যান্ডসের ম্যাচ চলায় বাংলাদেশ দলকে যত দ্রুত সম্ভব মাঠ ছাড়তে হচ্ছিল।