ম্যাচ শুরুর আগে বাংলাদেশকে হুমকি দিলো দক্ষিণ আফ্রিকা

InCollage 20221026 210517102

টি-টোয়েন্টি বিশ্বকাপের চলমান অষ্টম আসরে সুপার টুয়েলভে নিজেদের দ্বিতীয় ম্যাচে দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে বাংলাদেশ। বৃহস্পতিবার সিডনি ক্রিকেট গ্রাউন্ডে বাংলাদেশ সময় সকাল ৯টায় ম্যাচটি শুরু হবে।

বাংলাদেশের বিপক্ষে ম্যাচের আগের দিন সংবাদ সম্মেলনে দক্ষিণ আফ্রিকার পেসার লুঙ্গি এনগিডি বলেছেন, বোলিং ইউনিট হিসেবে আমরা বাংলাদেশের ‘মাথা কেটে ফেলার’ চেষ্টা করব।

প্রোটিয়া এই তারকা পেসার বলেন, শেষবার যখন আমরা বাংলাদেশের বিপক্ষে খেলেছি, তাদের ব্যাটসম্যানরা বেশ আগ্রাসী ভঙ্গিতে খেলেছে। আমরা এ বিষয়ে অবগত আছি।

তো অবশ্যই ওদের টপ অর্ডার আমাদের লক্ষ্য থাকবে। বোলিং ইউনিট হিসেবে আমরা ওদের ‘মাথা কেটে ফেলার’ চেষ্টা করব। ওদের টপ অর্ডারকে দ্রুত ফেরানোর চেষ্টা করব।

এনগিডি আরও বলেন, আমরা নিজেদের শক্তির জায়গা নিয়ে ভাবছি। যে কয়টা ম্যাচ দেখেছি, পেসাররাই বেশি সফল ছিল। বাংলাদেশকে আমরা অবশ্যই আমাদের শক্তি জায়গা দিয়েই আক্রমণ করব। যেটি হলো পেস। নির্ভর করছে তারা কীভাবে এটি সামাল দেয়। আগামীকাল এটি দেখব।

You May Also Like