আফ্রিকার বিপক্ষে নিজেদের দ্বিতীয় ম্যাচে নতুন সময়ে মাঠে নামছে বাংলাদেশ

টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে বাংলাদেশ মুখোমুখি হবে দক্ষিণ আফ্রিকার সঙ্গে। এই ম্যাচটি প্রথম ম্যাচের সময় অনুষ্ঠিত হবে না।

সুপার টুয়েলভে প্রথম খেলায় নেদারল্যান্ডসের বিপক্ষে উত্তেজনাপূর্ণ ম্যাচে ৯ রানের জয় তুলে নেয় টাইগাররা। টসে হেরে আগে ব্যাট করতে নামে বাংলাদেশ। যেখানে আফিফের ৩৮ রানের উপর ভর করে ১৪৪ রান সংগ্রহ করে টাইগাররা। জবাবে তাসকিনের ৪ উইকেট ও হাসান মাহমুদের দুই উইকেটে ভর করে ১৩৫ রানে গুটিয়ে যায় নেদারল্যান্ডস। তাতে করে প্রথম ম্যাচে জয় আসে ৯ রানের।

আর এতে করে ২০০৭ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে জয়ের পর, এবারই প্রথম মূল পর্বের খেলায় জয় পেল টাইগাররা। নিঃসন্দেহে এই জয় বাড়তি সাহস যোগাবে টাইগারদের শিবিরে। সব শেষ ম্যাচটি অনুষ্ঠিত হয়েছিল বাংলাদেশ সময় সকাল দশটায় তবে দ্বিতীয় ম্যাচটি অর্থাৎ দক্ষিণ আফ্রিকার বিপক্ষে খেলাটি বাংলাদেশ সময় দশটায় শুরু হবে না।

আগামী ২৭ তারিখ ২য় ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিডনি ক্রিকেট গ্রাউন্ডে মাঠে নামবে বাংলাদেশ। এই ম্যাচ টি শুরু হবে বাংলাদেশ সময় সকাল ৯ টা বাজে।

গত বিশ্বকাপেও মুখোমুখি হয়েছিল দুদল। তবে সেবার সুবিধা করতে পারে নি বাংলাদেশ। এবার নিজেদের প্রথম ম্যাচে জয় নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে বাংলাদেশ ও ১ পয়েন্ট নিয়ে ৩য়তে আফ্রিকা।

যেমন হতে পারে বাংলাদেশ ও দক্ষিন আফ্রিকার সেরা একাদশ –

বাংলাদেশ – নাজমুল হোসেন শান্ত, সৌম্য সরকার, লিটন দাস, সাকিব আল হাসান (অধিনায়ক), আফিফ হোসেন ধ্রুব, ইয়াসির আলী রাব্বি, নুরুল হাসান (উইকেট কিপার), মোসাদ্দেক হোসেন, হাসান মাহমুদ, তাসকিন আহমেদ ও মোস্তাফিজুর রহমান।

দক্ষিন আফ্রিকা – টেম্বা বাভুমা (অধিনায়ক), কুইন্টন ডি কক (উইকেট কিপার), রাইলি রুশো, এইডেন মার্করাম, ডেভিড মিলার, ট্রিস্টান স্টাবস, লুঙ্গি এনগিদি, অ্যানরিখ নরকিয়া, কাগিসো রাবাদা,ওয়েন পারনেল ও কেশভ মহারাজ।

You May Also Like