বাংলাদেশ ও পাকিস্তানের সেমিফাইনালে খেলা নিয়ে বোমা ফাটালেন হাবিবুল বাশার

20221025 152857

টি-টোয়েন্টি বিশ্বকাপে চলছে সুপার টুয়েলভ এর লড়াই। দুই গ্রুপে ভাগ হয়ে এই পর্বে অংশ নিচ্ছে বারোটি দল। প্রতি গ্রুপ থেকে দুটি করে মোট চারটি দল পাবে সেমিফাইনালের টিকিট। এবার সরাসরি মূলপর্বে খেলছে বাংলাদেশ। গ্রুপ টু-তে সরাসরি অংশ নিচ্ছে বাংলাদেশসহ ভারত, পাকিস্তান ও দক্ষিণ আফ্রিকা। প্রথম পর্ব পেরিয়ে এসেছে নেদারল্যান্ডস ও জিম্বাবুয়ে। তবে বাংলাদেশ বা পাকিস্তান নয় এই গ্রুপ থেকে ভারত ও দক্ষিণ আফ্রিকার সেমিফাইনালে খেলার সুযোগ দেখছেন সাবেক বাংলাদেশ অধিনায়ক এবং বর্তমান নির্বাচক হাবিবুল বাসার সুমন।

ভারতের ক্রিকেট বিষয়ক একটি গণমাধ্যমের সাথে আলাপকালে বাংলাদেশের সাবেক অধিনায়ক ও বর্তমান নির্বাচক হাবিবুল বাশার সুমন জানিয়েছেন, গ্রুপ ‘টু’ থেকে দক্ষিণ আফ্রিকা ও ভারত উঠবে শেষ চারে। নিজের দল বাংলাদেশকে নিয়ে সেমিফাইনালের বাজি ধরতে রাজি নন তিনি। বাশার এই মানেন, বিশ্বকাপের জন্য যে পরিমাণ প্রস্তুতি দরকার ছিল, তা নিতে পারেনি বাংলাদেশ।
বাংলাদেশ দল বিশ্বকাপের জন্য প্রস্তুত কি না, এমন প্রশ্নের জবাবে বাশার বলেন, ‘অবশ্যই, বাংলাদেশ দল পুরোপুরি প্রস্তুত নয়। দল যেভাবে প্রস্তুত হতে চেয়েছিল সেভাবে প্রস্তুত হতে পারেনি।’

যদিও বাংলাদেশের অধিনায়ক সাকিব আল হাসান বলেছিলেন, নিউজিল্যান্ডে ত্রিদেশীয় সিরিজ পূর্ণতা দেবে বিশ্বকাপ প্রস্তুতি। সঞ্চালক এ প্রসঙ্গ টেনে আনলে বাশার জানান, ‘সাকিব সম্ভবত বলেছে নিউজিল্যান্ডে ত্রিদেশীয় সিরিজ খেলতে পারা সৌভাগ্যের। নিউজিল্যান্ডের কন্ডিশন কিন্তু পুরোপুরি অস্ট্রেলিয়ার মতো নয়, তবে অনেকটাই কাছাকাছি। নিউজিল্যান্ডে হয়ত প্রস্তুতির কিছুটা হয়েছে। তবে সত্যি বলতে বাংলাদেশ অস্ট্রেলিয়ায় প্র্যাকটিসের ভালো সুযোগ পায়নি।’

তবে বাশার মনে করেন, প্রস্তুতি নিয়ে না ভেবে পারফরম্যান্সের দিকেই এখন মনোযোগ দেওয়া উচিৎ বাংলাদেশের। তিনি বলেন, ‘সাকিব কি বলেছে আমি অবশ্য বুঝতে পারছি। তবে নিউজিল্যান্ডে যে প্রস্তুতিই হোক না কেন, অস্ট্রেলিয়ায় কী করতে পারলাম না তা নিয়ে ভাবলে হবে না। আমরা শুধু এসব নিয়ে ভাবছি, অতীত নিয়ে ভাবছি। যদি আরেকটু প্র্যাকটিসের সুযোগ পেত ভালোই হতো, তবে এটা নিয়ে পড়ে থাকলে হবে না।’

বিশ্বকাপের সুপার টুয়েলভের প্রতিটি গ্রুপ থেকে দুটি দল পাবে শেষ চারের টিকিট। পয়েন্ট টেবিলে যে দুই দল থাকবে, তারাই খেলবে সেমিফাইনাল। ভারত ও পাকিস্তান ছাড়াও এই গ্রুপে বড় দলের মধ্যে আছে দক্ষিণ আফ্রিকা ও বাংলাদেশ। জিম্বাবুয়ে ও নেদারল্যান্ডসও যেকোনো সময়ে ঘটিয়ে দিতে পারে অঘটন। তবে বাশার মনে করেন, এই গ্রুপ থেকে সেমিফাইনালে উঠতে পারবে না পাকিস্তান, বাংলাদেশ, নেদারল্যান্ডস ও জিম্বাবুয়ে। সেমিফাইনালে গ্রুপ টু এর প্রতিনিধি হিসেবে ভারত ও দক্ষিণ আফ্রিকাকেই দেখছেন তিনি।

You May Also Like