
আইসিসি টি-২০ বিশ্বকাপের অষ্টম আসরে বাংলাদেশ দলের মিশন শুরু হচ্ছে আজ। সুপার টুয়েলভে নিজেদের ম্যাচে নেদারল্যান্ডসের বিপক্ষে মাঠে নামছে সাকিব আল হাসানের নেতৃত্বাধীন টাইগাররা। এর আগে টসে নেমে হেরে যান বাংলাদেশের অধিনায়ক সাকিব আল হাসান। ডাচ অধিনায়ক প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছে নেদারল্যান্ডস। ফলে প্রথমে ব্যাটিংয়ে নামবে টাইগাররা।
আজ সোমবার (২৪ অক্টোবর) হোবার্টের বেলেরিভ ওভালে বাংলাদেশ ও নেদারল্যান্ডসের মধ্যকার ম্যাচটি শুরু হবে সকাল ১০ টায়।
টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ে বাংলাদেশ নবম ও সহযোগী দেশ নেদারল্যান্ডসের অবস্থান ১৭ নম্বরে। সংক্ষিপ্ত ফরম্যাটের ক্রিকেটে দুদলের মুখোমুখি লড়াইয়ে বাংলাদেশের দুই জয়ের বিপরীতে ডাচরা জিতেছেন একবার।
বিশ্বকাপের প্রথম পর্বে নামিবিয়া ও সংযুক্ত আরব আমিরাতকে হারিয়ে ‘এ’ গ্রুপে রানার্সআপ হয়ে সুপার টুয়েলভে উঠেছে ডাচরা। তবে এশিয়ান চ্যাম্পিয়ন শ্রীলঙ্কার কাছে বড় ব্যবধানে হেরেছে দলটি। আর বাংলাদেশ নিজেদের প্রথম প্রস্তুতি ম্যাচে আফগানিস্তানের কাছে ৬২ রানে হেরেছে। কিন্তু দ্বিতীয় ম্যাচটি বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়ে যায়।
সর্বশেষ ২০১৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের বিপক্ষে খেলেছিল নেদারল্যান্ডস। ভারতের ধর্মশালায় সেই ম্যাচে মাত্র ৮ রানে হেরেছিল তারা। তবে বাংলাদেশের বিপক্ষে দলটির একমাত্র জয় ২০১২ সালে। দ্য হেগে রোমাঞ্চকর সেই ম্যাচে ১ উইকেটে জেতে নেদারল্যান্ডস।
Netherlands need 109 runs in 79 balls
BAN – 144/8 (20)
NED – 36/4 (6.5)
CRR: 5.27
RR : 8.28
বাংলাদেশ একাদশ: নাজমুল হোসেন শান্ত, সৌম্য সরকার, লিটন দাস, সাকিব আল হাসান (অধিনায়ক), আফিফ হোসেন, নুরুল হাসান (উইকেটরক্ষক), ইয়াসির আলী, মোসাদ্দেক হোসেন, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান ও হাসান মাহমুদ।
নেদারল্যান্ডস একাদশ: ম্যাক্স ও’দোদ, বিক্রমজিত সিং, বাস ডি লিড, কলিন আকারম্যান, টম কুপার, স্কট এডওয়ার্ডস (অধিনায়ক/উইকেটরক্ষক), টিম প্রিঙ্গেল, লোগান ভ্যান বিক, সারিজ আহমেদ, ফ্রেড ক্লাসেন ও পল ভ্যান মিকোরেন।